সোনালি মুরগির টিকাদান কর্মসূচিঃ
Vaccination Schedules of Sonali Chicken
সোনালি মুরগি থেকে পর্যাপ্ত উৎপাদন পেতে হাঁসকেরোগ মুক্ত রাখা খুব জরুরি।
তাই খামারে নিয়ম অনুযায়ী সঠিকভাবে ভ্যাকসিনেশন করতে হবে।
বিশেষ করে সোনালি মুরগিকে রাণীক্ষেত,গামবোরো টিকা প্রদান করতে হবে।
আসুন জেনে নিই কিভাবে এবং কত দিন বয়সে সোনালি মুরগিকে কি কি রোগের টিকা vaccine দিতে হবে।
সোনালী মুরগীর ভ্যাকসিন তালিকাঃ
৫ম দিন– রাণীক্ষেত (ক্লোন)
১৪ তম দিন– গামবোরো ইন্টারমেডিয়েট
২০ বা ২২ তম দিন– গামবোরো ইন্টারমেডিয়েট+
২৮ তম দিন– (রাণীক্ষেত+ব্রঙ্কাইটিস)
৪০ বা ৪২ তম দিন– রাণীক্ষেত (ক্লোন)
*****মুরগীর পরিমাণের অবশ্যই ১০% অধিক ভ্যাক্সিনের ডোজ ব্যবহার করার চেষ্টা করবেন।
৩৫ দিন বয়সে অবশ্যই কৃমিনাশক ব্যবহার করবেন। এবং এর পর অবশ্য ভিটামিন বি-১ বিহীন লিভার টনিক এবং ভিটামিন-সি ব্যবহার করুন।
যদি মুরগী কৃমি দ্বারা আক্রান্ত হয়, তবে ভ্যাকসিন কাজ করবে না। অথবা মুরগীতে সালমোনেলা, ই. কোলাই কিংবা মাইকোপ্লাজমা দ্বার আক্রান্ত হলে কোন ঔষধ কাজে আসবে না।
thanks for your guidelines…
Most welcome