ফাউল পক্স মোরগ-মুরগির ভাইরাসজনিত একটি রোগ। আক্রান্ত মোরগ-মুরগির ঝুটি, কানের লতি, পা, পায়ের আঙ্গুল এবং পায়ুর চার পার্শ্বে বসন্তের ফুসকুড়ি দেখা যায়। চোখের চারপাশে এই ক্ষত সৃষ্টির ফলে চোখ বন্ধ হওয়ার উপক্রম হয়। এই রোগে বাচ্চা মোরগ-মুরগির বয়স্ক মোরগ-মুরগির অপেক্ষা অধিক সংবেদনশীল।
মাষ্টার সীডঃ | বোডেট (Buddett) ষ্ট্রেইন। |
---|---|
অরিজিনঃ | মালয়েশিয়া। |
ব্যবহার বিধিঃ
- প্রথমে টিকার ভায়ালে ৩ এম এল পরিস্রুত পানি নিয়ে ভাল করে মিশাতে হবে। এই টিকা প্রয়োগের জন্য বিশেষ ধরনের সুঁজ (Bifurcated Pricking Needle) বা বিকল্প হিসাবে ইনজেকশনের সুঁচের অর্ধাংশ ডুবিয়ে ২১ দিনের বা তদুর্ধ বয়সী মোরগ-মুরগির পাখার ত্রিকোণাকৃতি বিহীন চামড়ায় একাধিকবার খুঁচিয়ে প্রয়োগ করতে হয়।
- এই টিকা আজীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। মা থেকে মাতৃএন্টিবডি বাচ্চায় সঞ্চায়িত হয়।
- এই টিকা একবার (বুষ্টার ডোজসহ) প্রয়োগই যথেষ্ট। পূনরায় টিকা প্রয়োগের প্রয়োজন পড়ে না।
সরবরাহ : | প্রতি ভায়ালে ২০০ মাত্রা টিকা। |
---|---|
মূল্য : | প্রতি ভায়াল ৪০ টাকা। |