ভ্যাকসিনেশন বা টীকা প্রদান কর্মসূচী ফলপ্রসু না হওয়ার কারন সমূহঃ
- টীকাবীজ সঠিকভাবে সংরক্ষিত না থাকলে *ব্যবহারের সময় মেয়াদ উর্ত্তীন হলে।
- প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশাবলী সঠিকভাবে পালন না করা হলে।
- সাত দিন বা তার কম সময়ের মধ্যে অন্য কোন রোগের টীকা প্রদান করলে ।
- দুপুর বেলা প্রচন্ড গরমের মধ্যে টীকা প্রদন করা হলে।
- টীকা বীজ সরাসরি সূর্যকিরনে থাকলে।
- টীকা বীজ তরলকৃত করার পর নির্ধারিত সময়ের পরে ব্যবহার করলে।
- ব্যবহৃত পানি পরিশুদ্ধ না হলে।
- ভ্যাকসিন গুলানোর জন্য নির্দির্ষ্ট ডাইলুয়েন্ট ব্যবহার না করলে।
- টীকা বীজ শরীরের মধ্যে পরিমাণমত প্রবেশ না করলে ।
- নির্দিষ্ট ষ্ট্রেইন এর টীকাবীজ ব্যবহার না করলে।
- টীকা প্রদানকারী পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত না থাকলে।
- টীকা প্রদানের সময় টীকা প্রদানের সরঞ্জাম জীবানুমুক্ত ও পরিশুদ্ধ না থাকলে।
- গামবোরো রোগে অথবা মাইকো প−াজামা রোগে আক্রান্ত হলে ।