ফিড মিল ল্যাবে বিভিন্ন কেমিক্যালের সল্যুশন তৈরির প্রক্রিয়া || ফিড মিল ল্যাব সমাচার – পর্ব ০৪
প্রিয় পাঠক, ফিড মিলের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল সল্যুশন প্রস্তুত করতে হয়। আজকে ফিড মিল ল্যাব সমাচারের ৪র্থ পর্বে আমরা শিখব – কিভাবে এই প্রয়োজনীয় সল্যুশন গুলো তৈরি করা যায়? তো চলুন, শুরু করা যাক-
- ৪০% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুতঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ৪০০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ভালভাবে মিশিয়ে ৪০% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে হবে।
- 0.1 N সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুতঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ৪ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ভালভাবে মিশিয়ে 0.1 N সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে হবে।
- 0.1 N হাইড্রোক্লোরিক এসিড দ্রবণ প্রস্তুতিঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ৮.৩ মিলি ৩৭% হাইড্রোক্লোরিক এসিড দ্রবণ ভালভাবে মিশিয়ে 0.1 N হাইড্রোক্লোরিক এসিড দ্রবণ তৈরি করতে হবে। এবং তৈরিকৃত দ্রবণের স্ট্যান্ডার্ড মান বের করে নিতে হবে।
- হাইড্রোক্লোরিক এসিড সল্যুশনঃ ১:১ ( ১০০ মিলি ডিস্টিল ওয়াটারে ১০০ মিলি হাইড্রোক্লোরিক এসিড যোগ করে প্রস্তুত করতে হবে )।
- সালফিউরিক এসিড সল্যুশনঃ ১:৪ ( ১০০ মিলি ডিস্টিল ওয়াটারে ২৫ মিলি সালফিউরিক এসিড যোগ করে প্রস্তুত করতে হবে )।
- বোরিক এসিড সল্যুশনঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ৪০ গ্রাম বোরিক এসিড যোগ কোড়ে ভালোভাবে মিশাতে হবে। বোরিক এসিড মিশে গেলে এবার এই সল্যুশনের মধ্যে ১০ মিলি 0.1% মিথাইল রেড সল্যুশন এবং ৭ মিলি 0.1% ব্রোমো ক্রিসল গ্রীন সল্যুশন যোগ করে ভালকরে মিশিয়ে সল্যুশন তৈরি করতে হবে।
- এমোনিয়া সল্যুশনঃ ১:১ ( ১০০ মিলি ডিস্টিল ওয়াটারে ১০০ মিলি এমোনিয়া যোগ করে প্রস্তুত করতে হবে)
- এমোনিয়াম অক্সালেট সল্যুশনঃ ৪% ( ১০০ মিলি ডিস্টিল ওয়াটারে ৪ গ্রাম এমোনিয়া অক্সালেট যোগ করে প্রস্তুত করতে হবে )
- পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সল্যুশনঃ 0.1 Normal ( ১০০০ মিলি ডিস্টিল ওয়াটারে ৩.৩ গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যোগ করে দ্রবণ প্রস্তুত করে হিট দিয়ে ফুটন্ত হলে ঠান্ডা করে ১ নং ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করতে হবে )
- মিথাইল অরেঞ্জ সল্যুশনঃ 0.1% ( ১০০ মিলি ইথানলের সাথে ০.১ গ্রাম মিথাইল অরেঞ্জ যোগ করে 0.1% মিথাইল অরেঞ্জ সল্যুশন প্রস্তুত করতে হবে )
- মিথাইল রেড সল্যুশনঃ 0.1% ( ১০০ মিলি ইথানলের সাথে ০.১ গ্রাম মিথাইল রেড যোগ করে 0.1% মিথাইল রেড সল্যুশন প্রস্তুত করতে হবে )
- ব্রোমো ক্রিসল গ্রীন সল্যুশনঃ 0.1% ( ১০০ মিলি ইথানলের সাথে ০.১ গ্রাম ব্রোমো ক্রিসল গ্রীন যোগ করে 0.1% ব্রোমো ক্রিসল গ্রীন সল্যুশন প্রস্তুত করতে হবে )
- ১.২৫% সালফিউরিক এসিড দ্রবণ প্রস্তুতঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ১২.৭৬ মিলি সালফিউরিক এসিড ভালভাবে মিশিয়ে ১.২৫% সালফিউরিক এসিড দ্রবণ তৈরি করতে হবে।
- ১.২৫% সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ১২.৫ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ভালভাবে মিশিয়ে ১.২৫% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে হবে।
- ১০% এমোনিয়াম মলিবডেট সল্যুশনঃ ১ লিটার ডিস্টিল ওয়াটারে ১০০ গ্রাম এমোনিয়াম মলিবডেট ভালভাবে মিশিয়ে তৈরি করতে হবে।
- নাইট্রিক এসিড সল্যুশনঃ ১:১ (১০০ মিলি ডিস্টিল ওয়াটারে ১০০ মিলি নাইট্রিক এসিড যোগ করে প্রস্তুত করতে হবে।
- ফেনলপথ্যালিন সল্যুশন 0.1% (১০০ মিলি ডিস্টিল ওয়াটারে অথবা ৯০ মিলি ইথানলে 0.1 মিলি ফেনলপথ্যালিন যোগ করে প্রস্তুত করতে হবে।)
- ৫% ট্রাইক্লোরো-এসিটিক এসিড সল্যুশনঃ ১০০ মিলি ডিস্টিল ৫ গ্রাম ট্রাইক্লোরো-এসিটিক এসিড যোগ করে প্রস্তুত করতে হবে।
- ডাই-পটাশিয়াম ফসফেট সল্যুশনঃ 0.1 M (২৫০ মিলি ডিস্টীল ওয়াটারে ৪.৩৫৪২ গ্রাম ডাই-পটাশিয়াম ফসফেট যোগ করে প্রস্তুত করতে হবে।)
- পটাশিয়াম ফসফেট সল্যুশনঃ 0.1 M (২৫০ মিলি ডিস্টীল ওয়াটারে ৩.৪০৩২ গ্রাম পটাশিয়াম ফসফেট যোগ করে প্রস্তুত করতে হবে।)
ফিড মিল ল্যাব সমাচার পর্ব আকারে চলবে…..
(আগামি ৫ম পর্বে আলোচনা করব “ক্রুড প্রোটিন টেস্ট বা CP Test – করার প্রক্রিয়া” নিয়ে)
ডাঃ শ্রাবণ হাসান সজল
উদ্যোক্তা,
Poultry Master Android App