ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ খবর

খরগোশের প্রজনন বা ব্রিডিং ব্যবস্থাপনা

Admin
অগাস্ট ১১, ২০২০ ৩:০৩ অপরাহ্ন । ৮৭০ জন
Link Copied!
সোনাল কৃষি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন আমাদের ফেসবুক পেজ টি

প্রজনন তথ্যঃ

  1. খরগোশ সাধারণত: ৫-৬ মাস বয়সে প্রথম প্রজনন-ক্ষম হয় ।
  2. গর্ভবতী খরগোশ ২৮-৩৪ দিনের (জাতভেদে) মধ্যে বাচ্চা দেয় এবং বাচ্চার ওজন খরগোশের শারীরিক ওজনের উপর নির্ভরশীল এবং ইহা সাধারনতঃ দৈহিক ওজনের ২% হয়।
  3. খরগোসের দুগ্ধ-দান কাল সময় ৬-৮ সপ্তাহ এবং এই সময় ওজন হলো ৮০০-১২০০ গ্রাম।
  4. খরগোশ প্রতিবারে ২-৮ টি বাচ্চা প্রদান করে এবং একবার বাচ্চা দেয়ার ১ মাস পরেই আবার বাচ্চা দিতে পারে।
  5. প্রজননের সময় প্রজননের সময় একটি পুরুষ খরগোশের সাথে ৩-৪টি স্ত্রী খরগোশ রাখা যেতে পারে তবে গর্ভবতী খরগোশকে পৃথক করে রাখা ভাল।

বাচ্চার যত্নঃ

  1. যদি খরগোশ একসঙ্গে ৬-৮টি বাচ্চা দেয় তবে এই সময় প্রথম দশ দিন এই বাচ্চাগুলোর বিশেষ যত্নের প্রয়োজন হয়। যেমন- মা খরগোশ হতে দুধ খেতে সাহায্য করা, প্রয়োজনে ফিডারে করে দুধ খাওয়ানো, ভাতের মাড় বা দুধে বিস্কুট ভিজিয়ে খাওয়ানো যেতে পারে।
  2. প্রথম দশ দিন নরম কাপড় দিয়ে বাচ্চাগুলোকে অবশ্যই ধরতে হবে।

error: Content is protected !! Don\'t try to copy!!!