ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  • অন্যান্য

কোয়েল পালনের সমস্ত তথ্য একসাথে

Admin
মে ১৮, ২০২০ ১২:৫৮ অপরাহ্ন । ৬৬২৬ জন
Link Copied!
সোনাল কৃষি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন আমাদের ফেসবুক পেজ টি

সূচিপত্রঃ

  1. ভূমিকা ………………………………………………8
  2. কোয়েলের জাত ……………………………………..9
  3. কেন কোয়েল পালন করবেন…………………………….10
  4. কোয়েলের বাসস্থান…………….…………………….11
  5. লিটার পদ্ধতিতে কোয়েল পালন…………………………11
  6. লিটার ব্যবস্থাপনা…………………………………….11
  7. লিটার পদ্ধতিতে পালনের সুবিধা………………………..13
  8. লিটার পদ্ধতিতে পালনের অসুবিধা……………………….14
  9. খাঁচায় কোয়েল পালন…………………………………..15
  10. কোয়েল পাখির আদর্শ খাঁচা…………………………….15
  11. খাঁচায় কোয়েল পালনের সুবিধা……………………..…..16
  12. খাঁচায় কোয়েল পালনের অসুবিধা…………………..……17
  13. কোন পদ্ধতিতে কোয়েল পালন লাভজনক…………..……..17
  14. একটি আদর্শ কোয়েল খামারের বৈশিষ্ট্য……………………18
  15. কোন পদ্ধতিতে কতটুকু জায়গা লাগবে……….…………….19
  16. কোয়েল পালনের উদ্দেশ্য……………………………….19
  17. পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায়…………………….20
  18. বিভিন্ন বয়সী কোয়েলের দাম…………………………….23
  19. কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন……………………………….24
  20. খামারে বাচ্চা আনার আগে যা যা করতে হবে…………..…..24
  21. বাচ্চা পরিবহন পদ্ধতি……………………………..…..24
  22. ব্রুডারে বাচ্চা ছাড়ার সময় যা যা করতে হবে…………….…25
  23. কোয়েলের বাচ্চার ব্রুডিং তাপমাত্রা……………….………26
  24. কোয়েলের খাদ্য………………………………….….27
  25. বয়স অনুযায়ী পানি ও খাবার পাত্র বরাদ্দ……………….…29
  26. কোয়েলের জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থাপনা………………30
  27. কোয়েল খামারের আলোক ব্যবস্থাপনা…………….………30
  28. নিজেই কোয়েলের খাদ্য তৈরি করার উপায়…………………31
  29. কোয়েলের ডিম ও মাংসের উপকারিতা…………………….33
  30. কোয়েলের মাংস বাজারজাতকরণ পদ্ধতি…………………..36
  31. কোয়েলের ডিম বাজারজাতকরণ পদ্ধতি……………………37
  32. কোয়েলের ডিম বিক্রির কিছু অভিনব কৌশল……………….38
  33. কোয়েলের ডিম পরিবহন পদ্ধতি…………………………39
  34. কোয়েলের ডিম সংরক্ষণ পদ্ধতি………………………….39
  35. গরমে কোয়েলের যত্ন………………………………….40
  36. শীতে কোয়েলের যত্ন………………………………….41
  37. কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটানোর পদ্ধতি…………….….42
  38. কোয়েল পালনের সাম্ভাব্য পুঁজি (১০০০ পাখির)………………43
  39. এক হাজার কোয়েল পালনে মাসিক আয়…………………..44
  40. কোয়েল খামারের বায়োসিকিউরিটি বা জৈবনিরাপত্তা………….46
  41. কোয়েলের কিছু রোগ ও চিকিৎসা………………………..49
  42. কোয়েল পাখির ডিমের উৎপাদন কমে যাওয়ার কারন………….61
  43. কোয়েল পাখিকে কি কি ওষুধ দিতে হবে (সাপ্তাহিক রুটিন)…….62
  44. কোয়েলের বিভিন্ন ওষুধের নাম………………………..…63
  45. কোয়েল পালনে সফল যারা………………………….…66
  46. ঢাকায় কোয়েলের পাইকারি বাজারের ঠিকানা ও নাম্বার…….….81
  47. কোয়েলের খাঁচা ক্রয়ের ঠিকানা……………………….….82
  48. উন্নতমানের আধুনিক ইনকিউবেটর প্রাপ্তিস্থান…………….…83
  49. বিভিন্ন জেলার কোয়েল খামারের ঠিকানা  ফোন নাম্বার…….…87
  50. কোয়েলের ডিমের ট্রে প্রাপ্তিস্থান……………………….…90
  51. খামারে মশার উপদ্রব কমানোর উপায়…………………..…91
  52. খামারের দূর্গন্ধ দূর করার উপায়……………………….….93
  53. এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হোন………………………94
  54. কোয়েল পালন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর…………………….95

ভূমিকা

বর্তমানে আমাদের দেশে খামার পর্যায়ে যত রকমের পোল্ট্রি প্রজাতি রয়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিমুক্ত হচ্ছে কোয়েল পাখির খামার।আগে বনে-বাদারে ঘুরে বেড়ালেও বর্তমানে বিশ্বের অনেক দেশেই বানিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কোয়েল পাখি।

আমাদের দেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য বেশ উপযুক্ত।১১ টি পোল্ট্রি প্রজাতির মধ্য ক্ষুদ্র এই প্রজাতিটি বিশেষ স্থান দখল করে আছে শুধুমাত্র তার অধিক উৎপাদনশীলতার জন্য।

কোয়েলের আদি জন্মস্থান জাপানে। সর্বপ্রথম জাপানী বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেছেন। পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রী উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্রয়লার শিল্পে ক্রমাগত ধস,উচ্চমূল্যের বাচ্চা,রোগের প্রকোপ আর খামারি পর্যায়ে নিম্নমূল্যের পাওয়ার কারনে এখন আমাদের দেশের অনেকেই ঝুঁকছেন কোয়েল খামারের দিকে।এই তালিকায় বেশিরভাগ রয়েছেন শিক্ষিত বেকার যুবক ও বিদেশ ফেরত প্রবাসী বাংলাদেশিরা।

তবে না জেনে-শুনে হুটহাট করে খামার করে অনেকেই পড়ছেন বিপাকে।

তাই খামার করার আগে প্রয়োজন সঠিক পরামর্শ,প্রশিক্ষণ আর জেনে বুঝে কাজে হাত দেয়া।

এই বইটি পড়ার পরে হয়ত আপনি একটা সদ্ধান্ত নিতে পারবেন-আদৌ আপনার দ্বারা কোয়েল খামার করা সম্ভব কিনা?

কোয়েলের জাত

প্রথমেই বলে নিই,আমাদের বাংলাদেশে কোয়েলের জাত-পাতের বালাই নাই।নির্দিষ্ট কোনো ব্রিডিং প্ল্যান না থাকায় আর ব্যক্তি পর্যায়ে যে যার মত করে ব্রিডিং করার কারণে কোয়েলের জাত হয়ে গেছে এখন পাঁচমিশালি।

তবুও আমাদের দেশে প্রাপ্ত কোয়েলকে আমরা জাপানিজ কোয়েল বলেই চিনে থাকি। কারণ, জাপানেই কোয়েলকে সর্বপ্রথম গৃহপালিত করা হয়েছে। জাপানের হিসেব অনুযায়ী কোয়েলের কয়েকটি জাত এবং উপাজত রয়েছে, সেগুলো নিচে দেয়া হলঃ

লেয়ার জাতের কোয়েলঃ মুরগির মতো কোয়েলের মধ্যেও লেয়ার জাত বিদ্যমান। এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হলো-

  • কমন জাপানিজ লেয়ার কোয়েল
  • ফারাও
  • ইংলিশ হোয়াই
  • ম্যানচিরিয়াল গোল্ডেন
  • ব্রিটিশ রেঞ্জ ইত্যাদি।

এই জাতের কোয়েলকে শুধু ডিম প্রদানের জন্য পালন করা হয়ে থাকে। 

Japanese Quail


ব্রয়লার জাতের কোয়েলঃ মুরগির মতো কোয়েলের মধ্যে ব্রয়লার জাত বিদ্যমান এই জাতের উল্লেখযোগ্য গোষ্টি হলো-

  • জায়ান্ট জর্জিয়া বব হোয়াইট কোয়েল-এ জাতের কোয়েল প্রায় ৪৫০ থেকে ৫০০ গ্রাম ওজন হয়ে থাকে।
  • আমেরিকান বব হোয়াইট কোয়েল
  • ইন্ডিয়ান হোয়াইট ব্রেস্টেড কোয়েল ইত্যাদি।

এই জাতের কোয়েলকে শুধু মাংসের জন্য পালন করা হয়ে থাকে।

শুধুমাত্র জানার জন্য এই জাতগুলার নাম জেনে রাখুন। খুঁজতে গেলে বিপদে পড়বেন। কারণ আমাদের দেশে জাত-পাতের বালাই নেই -এটা আগেই বলে দিয়েছি।

কেন কোয়েল পালন করবেন?

অন্যান্য পোল্ট্রির চেয়ে কোয়েল পালনের সুবিধা বেশি আর ঝুঁকি বলেই আপনি কোয়েল পালন করবেন।তো চলুন জেনে নেয়া যাক কোয়েল পালনের সুবিধাগুলো কি কি…?

  • কোয়েলের শারীরিক বৃদ্ধির হার বেশি।
  • ৬-৭ সপ্তাহে বয়সে ডিমপাড়া শুরু করে।যদিও বাস্তবে আরো ৫-৭ দিন বেশি সময় লাগে।
  • বছরে গড়ে ২৫০-৩০০ টি ডিম পাড়ে ।
  • একটি মুরগীর জায়গায় ৮  টা কোয়েল পালন করা যায়।
  • ১৭-১৮ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়।
  • ডিমের পুষ্টিমান কোনো অংশে মুরগির ডিমের চেয়ে কম নয়।
  • কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।সহজে         রোগাক্রান্ত হয় না।
  • ডিমের উর্বরতার হার শতকরা ৮০-৯০ ভাগ।
  • অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশী লাভ করা যায়।
  • ডিমে কোলেস্টেরল কম এবং প্রেটিনের ভাগ বেশি।
  • কোয়েলের দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশী।
  • বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী।
  • কোয়েলের জন্য বিশেষ কোন খাবার সরবরাহ করতে হয় না। এদের খাদ্য চাহিদা কম অথচ, শারীরিক বাড় খুব বেশি। এরা খুব দ্রুত বাড়তে পারে। দিনে ২০ থেকে ২৫ গ্রাম খাবার দিলেই এরা এদের শারীরিক পুষ্টি চাহিদা পূরন করে নিতে পারে। 

কোয়েলের বাসস্থান

কোয়েল পালনের জন্য যেহেতু অল্প জায়গার প্রয়োজন সেহেতু আপনি আপনার বসতবাড়ির আশেপাশে আর শহরে হলে বাসায় ছাদে কোয়েল খামার করতে পারেন।খামার যেখানেই করুন না কেন,জায়গাটা হতে হবে আলো বাতাস যুক্ত ও বন্যপ্রাণীদের নাগাল মুক্ত।

কোয়েল সাধারনত ২ ভাবে পালন করা যায়-

  1. লিটার বা ফ্লোর পদ্ধতি
  2. খাঁচা পদ্ধতি

লিটার পদ্ধতিতে কোয়েল পালন

এই পদ্ধতিতে সাধারনত কাঁচা মাটির উপরে বা পাকা ফ্লোরে লিটার অর্থাৎ শুকনো কাঠের গুড়ি (স”মিল এ পাওয়া যায়),ধানের তুষ বা চিটা অথবা বালি ৫-৬ ইঞ্চি পুরু করে বিছিয়ে দিয়ে তার উপরে কোয়েল পালন করা হয়।

লিটার ব্যবস্থাপনা

লিটারঃ পোল্ট্রির ঘরে শয্যা হিসেবে ব্যবহৃত বিভিন্ন বস্তুকে লিটার বলে৷ এক কথায় বাসস্থানকে আরামদায়ক করার জন্য কোয়েলের ঘরে যে বিছানা ব্যবহার করা হয় তাই লিটার।

লিটারের উপকরণঃ লিটার হিসেবে সাধারণত ধানের তুষ, করাতের গুঁড়া, ধান বা গমের শুকনো খড়ের টুকরো, কাঠের ছিলকা, বাদামের খোসার গুঁড়া ইত্যাদি ব্যবহার করা হয়৷ এগুলো এককভাবে ব্যবহার না করে সাধারণত কয়েকটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভাল।

লিটার প্রস্তুতঃ

  • শুরুতে ৩-৪ সে.মি. পুরু লিটার সামগ্রী পরিস্কার মেঝেতে ছড়িয়ে দিতে হবে৷
  • ধীরে ধীরে আরো লিটার সামগ্রী যোগ করে ৪-৫ সপ্তাহের মধ্যে এই পুরুত্ব ৬ সে.মি.-এ উন্নীত করতে হবে৷
  • ব্যাটারি ব্রুডারে পালিত বাচ্চার ক্ষেত্রে শুরুতেই ৬ সে.মি. পুরু লিটার ব্যবহার করতে হবে৷
  • স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে তাজা লিটার সামগ্রী বিছানোর পরপরই কোনো উৎকৃষ্টমানের ও কার্যকরী জীবাণুনাশক স্প্রে করতে হবে৷ তবে, বাচ্চা নামানোর ৭২ ঘন্টা পূর্বেই একাজ শেষ করতে হবে৷

লিটারের পরিচর্যাঃ

  • উৎকৃষ্ট লিটারের আর্দ্রতা সবসময় ২৫-৩০% হওয়া উচিত৷
  • অতিরিক্ত আর্দ্রতা দূর করার ব্যবস্থা করতে হবে৷
  • লিটারের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার জন্য ঘনঘন লিটার উল্টেপাল্টে দিতে হবে৷
  • ঘরে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে৷
  • বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে ৪-৫ কেজি/১০ ঘনমিটার জায়গা (ফ্লোর এরিয়া) হিসেবে লিটারে কলিচুন (স্ল্যাকড লাইম) যোগ করতে হবে৷
  • পানির পাত্রের চারদিকের ভেজা লিটার বদলে তাজা লিটার সামগ্রী দিতে হবে৷
  • অতিরিক্ত গরমে লিটারের আর্দ্রতা কমে গেলে স্প্রে’র মাধ্যমে পানি ছিটিয়ে আর্দ্রতা ঠিক রাখতে হবে৷

লিটার পদ্ধতিতে কোয়েল পালন

লিটার পদ্ধতিতে পালনের সুবিধা

প্রথমেই বলে নিই লিটার বা মেঝে পদ্ধতিতে কোয়েল পালনের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি।তবুও কিছু সুবিধা তো আছেই।যেমন-

  • লিটারের দ্রব্যাদি সহজলভ্য আর সস্তা
  • এই পদ্ধতিতে শুধুমাত্র ঘর তৈরি করেই মেঝেতে পাখি পালন করা যায়।তাই খরচ কম হয়।কিন্তু খাচা পদ্ধতিতে ঘর এবং খাচা দুটোই তৈরি করা লাগে তাই খরচ বেশি হয়।
  • কোনো পাখি রোগাক্রান্ত হলে বা কোনো সমস্যা দেখা দিলে সহজেই খামারের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পাখি গুলা সহজেই পর্যবেক্ষণ করা যায়।

লিটার পদ্ধতিতে পালনের অসুবিধা

লিটার পদ্ধতিতে কোয়েল পালনের অসুবিধার কথা বলে শেষ করা যাবে না।তবুও কিছু না বলে আর থাকতে পারছি না।

  • এই পদ্ধতিতে ব্যবহৃত লিটার দ্রব্যাদি জমাট বেঁধে খামারে এমোনিয়া গ্যাস সৃষ্টি হয়।যা পাখির জন্য খুবই ক্ষতিকর।এতে পাখি মারা যেতে পারে এবং ডিমের উৎপাদন কমে যেতে পারে।
  • লিটার জমাট বেঁধে যায় বলে মাঝে মাঝেই লিটার উলট পালট করে দিতে হয়।যা কষ্টসাধ্য।
  • এই পদ্ধতিতে পাখি লিটার বা মেঝের উপরে ছড়িয়ে ছিটিয়ে ডিম পাড়ে ফলে ডিম সংগ্রহ করার কষ্টসাধ্য হয়ে পড়ে।
  • ডিম পেড়ে পাখির যদি দৌড়াদৌড়ি করে বা একটা আরেকটাকে তাড়া করে তবে লিটারে পড়ে থাকা ডিম ভেঙ্গে যায়।যা খামারের জন্য আর্থিক ক্ষতির কারন।
  • এছাড়া ঘরের মধ্যে ইঁদুর বা ছুঁচো ঢুকে ডিম বা পাখি খেয়ে ফেলতে পারে।
  • এই পদ্ধতিতে রোগ-জীবানু হওয়ার সম্ভাবনা বেশি।কারন পাখি লিটারের উপরেই পায়খানা করে এবং সেই পায়খানা থেকে রোগ-জীবানু সৃষ্টি হতে পারে।
  • লিটার নষ্ট হয়ে গেলে মাঝে মাঝে তা পরিবর্তন করে দিতে হয়।যা কষ্টসাধ্য এবং একই সাথে ব্যয়বহুল।
  • খাবার ও পানির পাত্র মেঝেতে একটা একটা করে সাজিয়ে দিতে হয়।তাই প্রতিদিন অনেক গুলা পাত্র বের করে পরিষ্কার করে আবার পানি ও খাবার ভরে সাজিয়ে দিতে হয়।এটা সময় সাপেক্ষ ও বেশি শ্রম লাগে।
  • লিটারের উপরে পড়ে থাকা পায়খানা বা মল পাখির পায়ের সাথে জড়িয়ে গিয়ে তার সাথে লিটার মানে গাছের গুড়ি বা তুষ মিশে পাখির পায়ে শক্ত গুটির মত সৃষ্ট হয়।ফলে পাখি হাটতে পারে না।যার কারনে খাবার ও পানি খেতে পারে না।পাখি শুকিয়ে যায় অবশেষে মারা যেতে পারে।
  • পাখির পালক পড়ে যায় সহজেই।
  • এছাড়া লিটারে পালন করলে কোয়েলের কৃমি রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

খাঁচায় কোয়েল পালন

এই পদ্ধতিতে লোহা,জি আই তার দিয়ে কোয়েলের জন্য বিশেষভাবে খাঁচা তৈরি করা হয়ে থাকে।তবে কেউ চাইলে বাঁশ-কাঠ দিয়েও খাঁচা বানাতে পারে।তবে লোহার খাঁচা টেকসই ও ভাল হবে।

খাঁচায় মেঝে সামনের দিকে হাল্কা ঢালু করে তৈরি করা হয় যাতে পাখি খাঁচায় ডিম পাড়লে ডিম গড়িয়ে যেন সামনে চলে আসে।

খাঁচার একপাশে লম্বা ভাবে তৈরি খাবার পাত্র ও পানির পাত্র লাগানো থাকে।

আমাদের দেশে কোয়েলের যে বানিজ্যিক খাঁচা পাওয়া যায় সে সম্পর্কে কিছু তথ্যঃ

খাঁচার দৈর্ঘ্যঃ ৬ ফুট

খাঁচার প্রস্থঃ ২.৫ ফুট (ভিতরের জায়গা ২ ফুট আর বাইরের সামনের দিকের ডিমের ট্রে ০.৫ ফুট।

খাঁচায় তাকের সংখ্যাঃ ৫ টি।

প্রতিটি তাকের উচ্চতাঃ ১০-১২ ইঞ্চি

প্রতিটি তাকে পাখির রাখা যায়ঃ ১০০ টি।

একটা খাঁচায় মোট পাখি রাখা যায়ঃ ৫০০ টি।

৫০০ পাখির খাঁচা তৈরির আনুমানিক খরচঃ ১৫-১৮ হাজার টাকা।

কোয়েল পাখির আদর্শ খাঁচা

খাঁচায় কোয়েল পালনের সুবিধা

খাঁচায় কোয়েল পালন সবচেয়ে যুক্তিযুক্ত আর সহজ

কারন

  • ডিম গড়িয়ে এসে ট্রে তে জড়ো হয়ফলে ডিম সংগ্রহ করা সহজ
  • ডিম ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা কম
  • সহজেই খাবার পানি দেয়া যায়
  • পায়খানা বা মল খাঁচার প্রতি তলার নিচে রাখা ট্রে তে পড়েফলে মল বা পায়খানা পরিষ্কার করা অতি সহজ
  • অল্প জায়গায় একটা খাঁচায় পাঁচ তাক করে ফ্লোরের চেয়ে পাঁচ গুন বেশি পাখি পালা যায়
  • রোগ বালাই কম হয়কারন পায়খানা নিয়মিত ট্রে থেকে সরিয়ে নেয়া হয়
  • খাঁচার নেটের ফাঁকা ছোট হওয়ায় ইঁদুর  ঢুকতে পারে না
  • ঘন ঘন লিটার পরিস্কার করার ঝামেলা থাকে না
  • খাঁচায় পালন করলে এমোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা নাই
  • পাখির দৈহিক চাকচিক্য বজায় থাকে
  • পাখির পালক সহজে পড়ে যায় না

খাঁচায় কোয়েল পালন

খাঁচায় কোয়েল পালনের অসুবিধা

খাঁচায় কোয়েল পালনের অসুবিধা নেই বললেই চলেতবে খাঁচায় পালন করতে হলে কিছু বিষয় আগেই জেনে রাখা উচিত

যেমন

  • লোহার খাঁচা তৈরি করতে বেশি মূলধন লাগে
  • আবার বাঁশের খাঁচা তৈরি করলে বেশিদিন টেকসই হয় না
  • খাঁচা তৈরির খরচ বাদে আবার সেই খাঁচা রাখার জন্য লিটার পদ্ধতির মত একটা সেড তৈরি করা লাগেফলে খরচ লাগে বেশি
  • নিয়মিত খাঁচার মলের বা পায়খানার ট্রে পরিষ্কার না করলে প্রচুর দূর্গন্ধ হয়

কোন পদ্ধতিতে কোয়েল পালন লাভজনক???

লিটার পদ্ধতিতে কোয়েল পালনের সুবিধা ও অসুবিধা এবং খাঁচায় কোয়েল পালনের সুবিধা ও অসুবিধা জানার পরে এখন সিদ্ধান্ত আপনার।উপরোক্ত সুবিধা অসুবিধা বিবেচনা করেই আপনার সামর্থ্য অনুযায়ী খামার করতে পারেন।

তবে লেখক হিসেবে নয়;একজন খামারী হিসেবে আমি ব্যক্তিগতভাবে আপনাকে পরামর্শ দিব –খাঁচায় কোয়েল পালন করতে।

যদিও মূলধন একটু বেশি লাগবে,তবুও সুবিধা অনেক বেশি পাবেন।

একটি আদর্শ কোয়েল খামারের বৈশিষ্ট্য

কোয়েল খামার করার জন্য কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে-

  • খামার টি অবশ্যই পূর্ব-পশ্চিম বরাবর লম্বা হতে হবে।
  • খামারটি প্রস্থে ১৫ ফুটের বেশি হওয়া উচিত নয়।তবে লম্বায় পূর্ব-পশ্চিম বরাবর যত খুশি বড় করা যেতে পারে।কিন্তু খেয়াল রাখতে হবে যে,সর্বোচ্চ ২০ ফুট পরে পরে বেড়া দিয়ে খোপ খোপ করে দুই বা ততোধিক রুমে ভাগ করে নিতে হবে।
  • অবশ্যই খামারের চারিদিকে খোলামেলা রাখতে হবে যেন আলো ও বাতাস চলাচল করতে পারে।
  • খামার টি এমন জায়গায় করতে হবে যেন সূর্যের আলো খামারে প্রবেশ করতে পারে।
  • খামারে যেন ইঁদুর বিড়াল ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
  • খামারের চারিদিকে পর্দা লাগানোর সিস্টেম থাকতে হবে।তবে পর্দার সিস্টেম এমন হতে হবে যেন-পর্দা দেয়ালের নিচ থেকে খামারের ভেতর থেকে রশি দিয়ে টেনে টেনে উপরের দিকে তোলা যায়। অর্থাৎ পর্দা উপর থেকে নয়; নিচ থেকে লাগাতে হবে।কারন খামারের সৃষ্ট গ্যাস হালকা বলে তা উপর দিয়ে বের হবে কিন্তু উপরে যদি পর্দা দিয়ে আটকানো থাকে তবে গ্যাস বের হতে পারে না।
  • অতিরিক্ত গরমে ফ্যান ও শীতে তাপ দেয়ার ব্যবস্থা থাকতে হবে।
  • পর্যাপ্ত খাবার ও পানির পাত্র থাকতে হবে।
  • খামারে ব্যবহৃত নেট লোহার বা জি আই তারের না হয়ে বর্তমানে প্লাস্টিকের নেট পাওয়া যায়-এগুলা চারিদিকের নেট হিসেবে ব্যবহার করলে ভাল হবে।কারন প্লাস্টিক রোদ-বৃষ্টিতে নষ্ট হয় না।

কোন পদ্ধতিতে কতটুকু জায়গা লাগবে

লিটার পদ্ধতিতে সাধারনত জায়গা বেশি লাগে কিন্তু খাঁচায় পালন করলে জায়গা কম লাগবে।

লিটারে জায়গা বরাদ্দঃ

লিটার পদ্ধতিতে প্রতি বর্গ ফুট জায়গায় ৫-৬ টি পূর্ণ বয়স্ক পাখি পালন করা যাবে।

খাঁচায় জায়গা বরাদ্দঃ

খাঁচা পদ্ধতিতে প্রতি বর্গি ফুট জায়গায় ৭-৮ টি পূর্ণ বয়স্ক পাখি পালন করা যায়।

বর্গ ফুটের হিসাব হচ্ছে আপনার খামার বা খাঁচার দৈর্ঘ্য(ফুট) আর প্রস্থ(ফুট) গুন করলে যেটা বের হবে সেটাই বর্গ ফুট।

উদাহরনঃ

আপনার খামারের দৈর্ঘ্য ১৫ ফুট আর প্রস্থ ১০ ফুট।

তাহলে টোটাল জাগয়ার পরিমাণ হবে= ১৫ X ১০ = ১৫০ বর্গ ফুট।

আর এই ১৫০ বর্গ ফুটে আপনি পূর্ণ বয়স্ক পাখি রাখতে পারবেন প্রায়=১৫০ X ৬=৯০০ টি

আবার খাঁচা পদ্ধতি হলে, আপনার খাঁচার দৈর্ঘ্য ৬ ফুট আর প্রস্থ ৩ ফুট হলে প্রতি তলার  জায়গা হবে=৬ X ৩=১৮ বর্গ ফুট।

এই ১৮ বর্গ ফুটে পাখি রাখা যাবে=১৮ X ৮=১৪৪ টি।

এখন খাঁচাটি ৫ তাক বিশিষ্ট হলে মোট পাখি ধরবে= ৫ X ১৪৪=৭২০ টি।

কোয়েল পালনের উদ্দেশ্য

সাধারনত দুইটি উদ্দেশ্যে কোয়েল পালন করা হয়ে থাকে।

  1. ডিম উৎপাদনের জন্য
  2. মাংস উৎপাদনের জন্য

ডিম উৎপাদনে কোয়েলঃ

আমাদের দেশে প্রধানত ডিম উৎপাদনের জন্যই কোয়েল চাষ করা হয়ে থাকে।তবে পুরুষ পাখি গুলা যেহেতু ডিম দেয় না তাই পুরুষ পাখি মাংস হিসেবে বিক্রি করা হয়ে থাকে।

মাংস উৎপাদনে কোয়েলঃ

কোয়েলের মাংস এখনো আমাদের দেশে অতটা পরিচিত হতে পারে নি।তবে দেশের চট্টগ্রাম,সিলেট,মৌলভীবাজার এলাকায় কোয়েলের মাংস বেশ জনপ্রিয়।তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কোয়েলের রোস্ট পরিবেশন করে।তাই এইসমস্ত এলাকায় যারা আছেন তারা মাংসের জন্য কোয়েল উৎপাদন করতে পারেন।

পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায়

পুরুষ ও মহিলা কোয়েল চেনার বেশ কিছু পদ্ধতি রয়েছে-

  1. বুকের পালক দেখে
  2. ডাক শুনে
  3. পায়ুপথ দেখে

এছাড়া বাচ্চা কোয়েলের ভেণ্ট পরীক্ষা করেও লিঙ্গ বাছাই করা যায় তবে সেক্ষেত্রে অভিজ্ঞ হতে হয়।

১)বুকের পালক দেখেঃ

পুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েলের বুকের দিকের পালক গুলা গাঢ় বাদামি কালারের হয়ে থাকে।

পুরুষ পাখি

মহিলা কোয়েলঃ মহিলা কোয়েলের বুকের দিকের পালক বাদামি কালারের মাঝে মাঝে কালো রঙ্গের ফোটা ফোটা থাকে।দেখতে ফুলের মত মনে হয়।

মহিলা পাখি

কোয়েলের বয়স ২৫ দিন না হলে এই পালক দেখে পুরুষ-মহলা শনাক্ত করা যায় না।কারন ২০ দিনের কম বয়সী বাচ্চাদের বুকের কালার দেখতে প্রায় একইরকম হয়ে থাকে।

পুরুষ ও মহিলা পাখি একসাথে

২) ডাক শুনেঃ

পুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েল গলা টানা দিয়ে উচু হয়ে প্রচুর ডাকাডাকি করে।

তবে কোয়েলের বয়স যখন ৩৫ দিনের বেশি হয় তখনই কেবল এরা ডাকাডাকি করে থাকে।তাই ৩৫ দিনের কম বয়সয় পাখি এই পদ্ধতিতে সনাক্ত করা যায় না।

মহিলা কোয়েলঃ মহিলা কোয়েল সাধারনত ডাকাডাকি করে না।

৩) পায়ুপথ দেখেঃ

পুরুষঃ প্রাপ্ত বয়স্ক কোয়েল (৪০-৪৫ দিন বয়সী) এর পায়ুপথের দিকে টিউমারের মত ফোলা অংশ দেখা যায়।এখানে হাল্কা চাপ দিলে সাদা ফেনার মত বের হবে।

মহিলাঃ মহিলা কোয়েলের পায়ুপথে এরকম কোনো ফোলা অংশ থাকে না।স্বাভাবিক ও প্লেইন থাকে।

বিঃদ্রঃ এক্ষেত্রে কোয়েলের বয়স ৪০-৪৫ দিন হতে হবে।

সাদা রঙয়ের কোয়েল পাখি বুকের পালক দেখে চেনা যায় নাতাই সাদা পাখির লিঙ্গ নির্ণয়ের জন্য পায়ুপথ ও ডাক শুনে শনাক্ত করতে হবে

বিভিন্ন বয়সী কোয়েলের দাম

প্রথমেই বলে নিতে চাই-কোয়েলের বাচ্চার দাম স্থান,বয়স,সময়,কোয়ালিটি,চাহিদা ও খামারের মালিকের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে।

যেমন খুলনায় বা বগুড়ায় বাচ্চার দাম আর চট্টগ্রামে বাচ্চার দাম একই না ও হতে পারে।আবার বিভিন্ন বয়সী ও ভাল-মন্দ কোয়ালিটির উপরের বাচ্চার দাম কম বেশি হতে পারে।

এছাড়া আমাদের দেশে যে রকম ব্রয়লার বা লেয়ারের বাচ্চার দাম একটা মহল ঠিক করে দেয়,কোয়েলের ক্ষেত্রে কিন্তু এমনটা নেই।খামারি পর্যায়ে বাচ্চার মালিক তার ইচ্ছামত বাচ্চার দাম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন।আবার দেখা যায় যে ডিমের চাহিদা শীতকালে বেশি থাকে তাই শীতের আগে বাচ্চার দাম বেড়ে যায় কারন সবাই তখন বাচ্চা তোলে। যার জন্য চাহিদা বেড়ে যায় ফলে বাচ্চার দাম ও বেডে যায়।কিন্তু গরমে ডিমের চাহিদা কমে যায় ফলে বাচ্চার দাম ও কমে যায়।

আবার এখন ২০১৯ সালে বাচ্চার দাম যা আছে ,তা হয়ত সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে।

তবুও আপনাদের কে একটা আইডিয়া দেয়ার জন্য আমি বর্তমান বাজার অনুযায়ী একটা লিস্ট দিয়ে দিলাম-

বয়স (দিন)আনুমানিক দাম (টাকা)
১ দিন৭-৮ টাকা
১৫ দিন১৭ টাকা
২৫ দিন২৫-২৬ টাকা
৩০ দিনপুরুষঃ২৬-২৭ টাকা মহিলাঃ৩২-৩৫ টাকা
৪০ দিনপুরুষঃ৩০-৩২ টাকা মহিলাঃ৪০-৪৫ টাকা

কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন???

কোয়েলের বাচ্চা অবশ্যই যে কোনো খামার থেকে সংগ্রহ করবেন।কোনো হকার বা দোকান থেকে না কেনাই উত্তম।কারন,দোকানদার অনেক দূর থেকে বাচ্চা এনে দোকানে রাখে এতে বাচ্চা একটা ধকল খায়।আবার আপনি বহন করে আপনার খামারে নিবেন এতে করে বাচ্চা গুলা আবার ও ধকল খাবে।এতে বাচ্চার উৎপাদন ক্ষমতা কমে যায়।

তাছাড়া দোকানী যেহেতু লাভ করবে তাই সে কিন্তু বাচ্চাকে বেশি বেশি খাবার দিবে না ফলে বাচ্চা দূর্বল হয়ে পড়ে এবং বাচ্চার মান ভাল হয়না।

তাই আপনি অবশ্যই যেকোনো খামার বা হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন।

খামারে বাচ্চা আনার আগে যা যা করতে হবে

খামারে বাচ্চা আনার আগে আপনাকে কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে-

  • খামারে বাচ্চা আসার আগে থেকেই আপনাকে ব্রুডিং ঘরে ব্রুডার চালু করে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে হবে।(২৬ নিং পেজে দেয়া আছে)।
  • ব্রুডার ঘর ভাল ভাবে জীবানুমুক্ত করে নিতে হবে।
  • পর্যাপ্ত পরিস্কার ও জীবানুমুক্ত পাত্রে খাবার ও পানি রেডি করে রাখতে হবে।
  • প্রথম দিনের পানিতে লাইসোভিট বা গ্লুকোজ ও ভিটামিন-সি মিশিয়ে দিতে হবে।

বাচ্চা পরিবহন পদ্ধতি

বর্তমানে কোয়েল পাখি পরিবহণ করার জন্য প্লাষ্টিকের ছিদ্রযুক্ত গোল ঝুড়ি বাজারে পাও্যা যায়।

কোয়েলের বাচ্চা পরিবহনের জন্য আপনি ফলের দোকানে যে চায়না কমলালেবুর সাদা প্লাস্টিকের কেজ পাওয়া  যায় তা ব্যবহার করতে পারেন।

এছাড়া বাঁশের চাটাই দিয়ে তৈরি সাপের ঝুড়ির মত যে গোল খাঁচা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন।

এছাড়া মুরগির বাচ্চার পরিবহনের জন্য যে কাগজের কেজ পাওয়া যায় সেটা ব্যবহার করা যায়।

তবে বেশি ভাল হবে যদি ফলের দোকান থেকে চায়না লেবুর সাদা প্লাস্টিকের ঝুড়িতে পরিবহন করা যায়।

কোয়েল পাখি পালন

বাচ্চা পরিবহনের জন্য বাঁশের ঝুড়ি

বাচ্চা পরিবহনের জন্য প্লাস্টিকের ফলের ঝুড়ি

কোয়েলের খাদ্য

কোয়েল পাখির জন্য বাজারে স্পেশাল্ভাবে কোনো ফিড কোম্পানি খাদ্য তৈরি করে না।তবে বাজারে যে মুরগির খাদ্য পাওয়া যায় সেই খাবারই কোয়েলের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।

কোয়েল পাখির খাদ্য গ্রহণের পরিমাণ এদের বয়স,শীত মৌসুম, গ্রীষ্ম বা বর্ষাকাল এবং খাদ্যে বিভিন্ন পুষ্টির ঘনত্ব (প্রধান শক্তি ও আমিষ) ইত্যাদি উপাদানের উপর নির্ভর করে। জন্মের দিন থেকে ৫ সপ্তাহ পর্যন্ত বাচ্চাপ্রতি মাত্র ৪০০-৫০০ গ্রাম খাদ্যের প্রয়োজন হয়৷ ছয় সপ্তাহ বয়স থেকে প্রতিটি পাখির দৈনিক ২০-২৫ গ্রাম খাদের প্রয়োজন হয়।

কোয়েলের খাদ্যকে তাদের বয়স অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়-

  1. বাচ্চাদের স্টার্টার খাদ্য
  2. বাড়ন্তদের গ্রোয়ার খাদ্য
  3. ডিম পাড়া পাখির লেয়ার খাদ্য

স্টার্টার খাদ্যঃ বাজারে প্রাপ্ত ব্রয়লার মুরগির বাচ্চার জন্য যে স্টার্টার ফিড বা খাদ্য পাওয়া যায় সেটাই কোয়েলের বাচ্চাকে খাওয়ানো যায়।

স্টার্টার খাদ্য সাধারনত ক্রাম্বল টাইপের ছোট ছোট গোলাকার গুড়া খাদ্য।

দিন বয়স থেকে ২৫ দিন বয়সী কোয়েলের বাচ্চাদেরকে স্টার্টার খাদ্য দিতে হবে

পিলেট ও ম্যাশ জাতীয় খাদ্য

গ্রোয়ার খাদ্যঃ বাজারে ব্রয়লার মুরগির জন্য যে গ্রোয়ার ফিড বা খাদ্য পাওয়া যায় সেটাই কোয়েলের জন্য ব্যবহার করা হয়।

গ্রোয়ার খাদ্য সাধারনত পিলেট বা দানাদার টাইপের হয়।

২৬ দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করার পরবর্তী ৭ দিন পর্যন্ত কোয়েলকে এই ব্রয়লার গ্রোয়ার খাদ্য খাওয়াতে হয়

লেয়ার খাদ্যঃ বাজারে প্রাপ্ত লেয়ার বা ডিম পাড়া মুরগির জন্য যে “লেয়ার লেয়ার-১” ফিড বা খাদ্য পাওয়া যায় সেটাই ডিম পাড়া কোয়েলেকে খাওয়ানো যায়।

লেয়ার খাদ্য সাধারনত ম্যাশ বা গুড়া টাইপের হয়।

এই “লেয়ার লেয়ার-১”খাদ্য কোয়েলকে ডিম পাড়া শুরুর ১ সপ্তাহ পর থেকে রিজেক্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়ানো হয়।

ডিম পাড়া কালীন অবস্থায় ভাল প্রোডাকশন পেতে শুধু লেয়ার লেয়ার-১ ফিড না খাইয়ে লেয়ার ফিডের সাথে তিন ভাগের এক ভাগ ব্রয়লার গ্রোয়ার ফিড মিশিয়ে খাওয়ালে ভাল দল পাও্যা যায়।অর্থ্যাত ২ বস্তা “লেয়ার লেয়ার-১” ফিডের সাথে ১ বস্তা ব্রয়লার স্টার্টার ফিড মিক্স করে খাওয়াতে হবে।

বয়স অনুযায়ী পানি ও খাবার পাত্র বরাদ্দ

খাবার ও পানির পাত্রের ধরন ও পরিমাণ কোয়েলের বয়স ও আবহাওয়ার উপর নির্ভর করে।

বিভিন্ন ধরনের খাবার ও পানির পাত্র

খাবার পাত্রঃ বয়স অনুযায়ী খাবার পাত্র বরাদ্দ দিতে হবে।

বয়সপাখির সংখ্যাপাত্রের সংখ্যা
১ম সপ্তাহপেপারে ছিটিয়ে দিতে হবে
২য় সপ্তাহ১৫০১ টি
৩য় সপ্তাহ১২০১ টি
৪র্থ সপ্তাহ১১০১ টি
৫ম সপ্তাহের অধিক১০০১ টি

পানির পাত্রঃ বয়স অনুযায়ী পানির পাত্র বরাদ্দ দিতে হবে।

বয়সপাখির সংখ্যাপাত্রের সংখ্যা
১ম সপ্তাহ১৫০বোতলযুক্ত ছোট-১ টি
২য় সপ্তাহ১৩০মাঝারি পানির পাত্র-১ টি
৩য়  সপ্তাহ১২০মাঝারি পানির পাত্র-১ টি
৪র্থ সপ্তাহ১১০বড় পানির পাত্র-১ টি
৫ম সপ্তাহের অধিক১০০বড় পানির পাত্র-১ টি

কোয়েলের জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থাপনা

সাধারণভাবে যেকোন বয়সের কোয়েল তার প্রয়োজনীয় খাবারের দ্বিগুণ পানি গ্রহণ করে থাকে৷তবে সব সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখাই উত্তম।

পানি প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি সবসময় দৃষ্টি রাখতে হবে৷

  • সবসময় ডীপ টিউবলের পানি ব্যবহার করতে হবে।সরাসরি পুকুরের পানি ব্যবহার করা উচিত নয়।যদি বিশেষ ক্ষেত্রে করতে হয় তবে অবশ্যই ফিটকিরি দিয়ে পানি পরিষ্কার করে নিতে হবে।
  • পাখিকে সব সময় পরিস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে৷
  • প্রতিটি পাখির জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও পাখির পাত্র সরবরাহ করতে হবে৷
  • দুইবেলা খাবার সরবরাহ করার সময় বিশুদ্ধ পানিও সরবরাহ করতে হবে৷
  • লিটার সামগ্রী পড়ে কোনভাবে পানির পাত্র যেন নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে৷
  • পানির পাত্রগুলো দৈনিক কমপক্ষে দু’বার ( সকাল-বিকাল) পরিষ্কার করতে হবে৷
  • পানির পাত্র পুরোপুরিভাবে পূর্ণ করা উচিত নয়৷ এতে পানি পড়ে লিটার ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়৷

কোয়েল খামারের আলোক ব্যবস্থাপনা

কোয়েলীর ডিম উৎপাদন আলোর উপর যথেষ্ট নির্ভরশীল৷ ৬ষ্ঠ সপ্তাহে ১৩ ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে (দিনের আলোসহ) ৷ ৭ম,৮ম ও ৯ম সপ্তাহে প্রতি সপ্তাহে একঘন্টা হিসেবে বাড়িয়ে তা যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ ঘন্টায় বৃদ্ধি করতে হবে৷পর্যাপ্ত সংখ্যায় ডিম পেতে হলে কোয়েলীর ঘরে ৯ম সপ্তাহ থেকে দৈনিক ১৬ ঘন্টা আলোর ব্যবস্থা (দিনের আলোসহ) থাকতে হবে৷ উল্লেখ্য,একটি ৪০ ওয়াটের বাল্ব দিয়ে ১০.০ বর্গমিটার জায়গা আলোকিত করা যায়৷ সাদা বর্ণের আলোর তুলনায় লাল বর্ণের আলোয় কোয়েলের ডিম উৎপাদন বেশী বৃদ্ধি পায়৷তাই এনার্জি বাল্ব ব্যবহার না করে লাল আলোর বাল্ব ব্যবহার করা উচিত।

বয়স অনুযায়ী আলো দেয়ার পরিমানঃ

বয়স ( সপ্তাহ)আলো (দিনের আলো সহ)
১ম  সপ্তাহ২৪ ঘণ্টা
২য়  সপ্তাহ২৪ ঘণ্টা
৩য়  সপ্তাহ১৬ ঘণ্টা
৪র্থ  সপ্তাহ১৫ ঘণ্টা
৫ম  সপ্তাহ১৪ ঘণ্টা
৬ষ্ঠ  সপ্তাহ১৩ ঘণ্টা
৭ম  সপ্তাহ১৪ ঘণ্টা
৮ম  সপ্তাহ১৫ ঘণ্টা
৯ম  সপ্তাহ১৬ ঘণ্টা
বাকি সময়১৬ ঘণ্টা

নিজেই কোয়েলের খাদ্য তৈরি করার উপায়

আমাদের হাতের নাগালে প্রাপ্ত বিভিন্ন খাদ্য উপাদান দিয়ে নিজেই কোয়েলের জন্য সুষম খাদ্য তৈরি করতে পারেন।

তবে পরামর্শ হল-যদি আপনি বড় পরিসরে খামার করেন তবেই কেবল আপনি নিজে খাদ্য তৈরিকরার চিন্তা করবেন।

নিচে কোয়েলের স্টার্টার,গ্রোয়ার এবং লেয়ার খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান ও পরিমান দেয়া হল-

কোয়েলের স্টার্টার খাদ্য (১০০ কেজি)ঃ

১) গম ভাঙ্গা                   ৫০ কেজি
২) চাউলের মিহি গুড়া         ০৬ কেজি
৩) তিলের খৈল             ২৩ কেজি
৪) শুটকি মাছের গুড়া        ১৮ কেজি
৫) ঝিনুকের গুড়া / ডিসিপি              ২.৪ কেজি
৭) লবন                     ৩০০ গ্রাম
৮) ভিটামিন ও মিনারেল প্রিমিক্স৩০০ গ্রাম

কোয়েলের গ্রোয়ার খাদ্য (১০০ কেজি)ঃ

১) গম ভাঙ্গা/ভুট্টা ভাঙ্গা                   ৫০ কেজি
২) চাউলের মিহি গুড়া         ০৮ কেজি
৩) তিলের খৈল             ২৩ কেজি
৪) শুটকি মাছের গুড়া        ১৫ কেজি
৫) ঝিনুকের গুড়া / ডিসিপি              ৩.৪ কেজি
৭) লবন                     ৩০০ গ্রাম
৮) ভিটামিন ও মিনারেল প্রিমিক্স৩০০ গ্রাম

কোয়েলের লেয়ার খাদ্য (১০০ কেজি)ঃ

১) গম ভাঙ্গা /ভুট্টা ভাঙ্গা                 ৫০ কেজি
২) চাউলের মিহি গুড়া         ০৯ কেজি
৩) তিলের খৈল             ২৩ কেজি
৪) শুটকি মাছের গুড়া        ১২ কেজি
৫) ঝিনুকের গুড়া / ডিসিপি          ৫.৩ কেজি
৭) লবন                     ৪০০ গ্রাম
৮) ভিটামিন ও মিনারেল প্রিমিক্স৩০০ গ্রাম

কোয়েলের ডিম ও মাংসের উপকারিতা

পৃথিবীতে যত প্রকার খাবার উপযোগী ডিম ও মাংস আছে তার মধ্যে কোয়েল পাখির ডিম ও মাংস গুনে মানে, পুষ্টিতে এবং স্বাদে সর্বশ্রেষ্ঠ। একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত মুরগীর ডিম এবং বিভিন্ন মাংস খেলে কোলেস্টেরল বেড়ে হৃদ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

কোয়েলের মাংস

অথচ কোয়েলের ডিম এবং মাংস নিসংকোচে যে কোনো বয়সের মানুষ বাচ্চা থেকে বৃদ্ধরা খেতে পারে। এতে ক্ষতির কোনো কারণ নেই বরং নিয়মিত কোয়েলের ডিম ও মাংস গ্রহণ করলে অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভ হতে পারে। বিভিন্ন দেশে কোয়েল পাখি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সব জায়গা থেকে গবেষকরা কোয়েলের ডিম ও মাংস নিশ্চিন্তে খাওয়ার পক্ষে মত দিয়েছেন।

কোয়েলের ডিম


কি আছে কোয়েলের ডিম ও মাংসে?

  • কোয়েল ডিম এর মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, এনজাইম এবং এমাইনো এসিড এমনভাবে বিন্যাসিত যে, এই ডিম খেলে শরীরে সব ধরণের পুষ্টির অভাব পুরণ করে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
  • মুরগীর ডিমের সঙ্গে তুলনা করে দেখা গেছে কোয়েল ডিমে কোলেস্টেরেল যেখানে ১.৪% সেখানে মুরগীর ডিমে ৪% এছাড়া কুসুমে প্রোটিনের পরিমান মুরগীর থেকে প্রায় শতকরা ৭ ভাগ বেশী।
  • কোয়েল ডিমে ভিটামিন বি-১ এর পরিমান মুরগীর ডিম থেকে ছয়গুণ বেশী। ফসফরাস পাঁচ গুণ বেশী। আয়রন পাঁচ গুণ বেশী। ভিটামিন বি-২ পনেরো গুণ বেশী।
     স্বাদের বিচারে ব্রয়লার মুরগীর মাংসের তুলনায় কোয়েলের মাংস বেশ মুখরোচক এবং দামের বিচারেও ১টি মুরগীর ডিমের দামে প্রায় ৪টি কোয়েলের ডিম পাওয়া যায়।

    নিয়মিত সকালের খাদ্য তালিকায় ৪/৫টা কোয়েল ডিম এবং সপ্তাহে অন্তত একবার কোয়েলের মাংস খেলে যে উপকার হয়-
  • কিডনী, লিভার এবং হ্রদপিন্ডের কার্যক্ষমতা উন্নত করে।
  • হজম শক্তি বাড়াতে এবং এসিডিটি কমাতে সাহায্য করে।
     বাচ্চাদের মানসিক, শারীরিক এবং বুদ্ধিমর্ত্তার বিকাশে সহায়ক।
  • সব বয়সের লোকদের পূর্ণজ্জীবিত এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।
  • যৌন ক্ষমতা তথা শারিরিক সক্ষমতা বৃদ্ধি করে।
  • কোয়েলের ডিম ও মাংস ডায়বেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন।
  • কোয়েলের ডিম ও মাংস বেশ সস্তা।

(তথ্যসূত্রঃ এই অংশটুকু ইন্টারনেট থেকে সংগৃহীত।)

কোয়েলের মাংস বাজারজাতকরণ পদ্ধতি

আমাদের দেশে কোয়েলের মাংস এখনও এতটা জনপ্রিয়তা পায়নি।কারন কোয়েল পাখি সম্বন্ধে মানুষ এখনো বিস্তারিত ভাল্ভাবে জানে না।তবে খুব শীঘ্রই কোয়েল পাখির মাংস মানুষের মাঝে জনপ্রিয়তা পাবে।এর জন্য কোয়েলের মাংসের গুনাগুন সম্পর্কে মানুষের প্রচারণা চালাতে হবে।এক্ষেত্রে খামারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

খামার করলে খামারে উৎপাদিত পুরুষ পাখি মাংস হিসেবে বিক্রি করতে হবে।তাই মানুষ যাতে কোয়েলের মাংস খেতে আগ্রহী হয় এবং মাংস খাওয়া শিখে সে জন্য খামারিরা অভিনব কিছু টেকনিক অবলম্বন করলে ভাল ফল পেতে পারেন।

  • আপনার এলাকার হোটেল গুলোতে যোগাযোগ করুন।তাদের কাছে কোয়েলের মাংসের গুনাগুনের কথা বলুন।এবং তাদের বলুন যে-তাদের হোটেলে কোয়েলের রোষ্ট বা মাংসের একটা আইটেম থাকলে তাদের খাবারের মেনু তে ভিন্নতা আসবে।যা তাদের হোটেলের সুনাম বাড়াবে।
  • বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে আপনার আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে কোয়েলের মাংসের আইটেম পরিবেশন করুন।এতে করে প্রচারণা বাড়বে।
  • এলাকার লোকাল হাঁস-মুরগির হাটে হকারদের মাধ্যমে মাংসের জন্য পুরুষ পাখি বিক্রি করতে দিন।
  • এছাড়া স্থানীয় মুরগির দোকানে কথা বলে  অল্প করে কোয়েল পাখি রাখতে পারেন।এতে মানুষ দেখবে,জানবে,শুনবে এবং প্রচারণা বাড়বে।

তবে আপনি চাইলে দেশের অন্যতম বড় কোয়েলের পাইকারি বাজার ঢাকার নিমতলির পোল্ট্রি মার্কেটে ও যেকোনো পরিমাণ পুরুষ ও রিজেক্ট বা বাচ্চা পাখি বিক্রয় করতে পারবেন।

এই বইয়ের শেষের দিকে ঢাকার নিমতলির পাইকারী দোকানের নাম,ঠিকানা ও ফোন নাম্বার দেয়া আছে।সেখানে যোগাযোগ করে যেকোনো পরিমান পুরুষ বা মাংসের পাখি বিক্রয় করতে পারবেন।

কোয়েলের ডিম বাজারজাতকরণ পদ্ধতি

কিভাবে আপনি ডিম বাজারজাত করবেন সেটার উপরেও আপনার লাভের পরিমান নির্ভর করবে।

যেমন আপনি যদি আপনার খামারের পাশের বাজারেই ডিম বিক্রি করতে পারেন তবে আপনার লাভ বেশি হবে।কারন আপনার ট্রান্সপোর্ট খরচ হবে না।এছাড়া স্থানীয় বাজারে ডিমের দাম ভাল পাওয়া যায়।

কিন্তু আপনি যদি আপনার এলাকা থেকে অন্য জেলায় বা ঢাকায় ডিম বিক্রি করতে চান তবে আপনার খরচ বেশি হবে ফলে লাভ কমে আসবে।

এছাড়া সবচেয়ে বড় সত্য হচ্ছে এই যে, ঢাকার নিমতলিতে যে কোয়েলের পাইকারি বাজার রয়েছে সেখানে ডিমের দাম গরমের সময় অনেক কম দেয়।এছাড়া তারা আপনাকে যে দাম বলবে আপনাকে সেই দামেই বিক্রি করতে হবে।

তাই আপনাকে খামার করার আগে চিন্তা করতে হবে যে আপনি নিজের এলাকায় ডিম বিক্রি করতে পারবেন কিনা?

কারন আপনার এলাকায় ডিমের দাম কত হবে সেটা শুধু আপনিই নির্ধারন করবেন।

যেমন আমি আমার এলাকায় শীত বা গরম যে কোনো সময় সারা বছর জুড়েই পাইকারি ২ টাকা প্রতি পিস দরে সেল করি (২০১৭ সালের হিসেবে)।

এখন কথা হচ্ছে এলাকায় এত ডিম বিক্রি করব কিভাবে?? বা আমার এলাকার মানুষ তো কোয়েলের ডিম চেনে না,তো কিভাবে বিক্রি করব???

সমাধান হচ্ছে মার্কেট ঘুরে আপনাকে অনুমান করতে হবে যে কি পরিমান ডিম বিক্রি হতে পারে।আপনাকে সে হিসেব করে খামারের পরি্ধি বৃদ্ধি করতে হবে।এজন্য অল্প করে পাখি দিয়ে খামার শুরু করুন এবং দেখুন চাহিদা কেমন? সেই অনুসারেই খামারের পাখির সংখ্যা বাড়াবেন।

আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে –মানুষ কোয়েলের ডিম চেনে না।

মানুষ একটা পণ্য যদি কোনো দিন বাজারে না দেখে তাহলে সে কিভাবে চিনবে বা কিনবে? তাই পন্য টা প্রথমে বাজারে তুলতে হবে,মানুষ দেখবে,জানবে,শুনবে এবং ক্রয় করবে।দিনে দিনে চাহিদা বাড়বে।

তাই স্বল্প পরিসরে শুরু করে দিন,আস্তে আস্তে মানুষের কাছে কোয়েলের ডিম ও মাংসের চাহিদা তৈরি করুন।

কোয়েলের ডিম বিক্রির কিছু অভিনব কৌশল

  • আপনার এলাকার কিছু হকার খুঁজে বের করুন।তাদের সাথে কথা বলুন।আশে পাশের বাজারে তাদের ২-১ দিন ডিম বিক্রি করে দেখার কথা বলুন।
  • এছাড়া এলাকার স্কুল কলেজে কিছু হকার বা ছোট দোকানি রয়েছে যারা ঝালমুড়ি,চানাচুর,বাদাম বিক্রি করে থাকে।ওদের সাথে কথা বলুন।তাদের অন্য পন্যের পাশা[পাশি কোয়েলের সিদ্ধ ডিম রাখতে বলুন।কারন কোয়েলের ডিমের সুন্দর কারুকার্যের জন্য তা স্কুলের বাচ্চাদের বেশ জনপ্রিয়তা পাবে।তারা তাদের অবিভাবকদের ডিম সম্পর্কে জানাবে।এতে করে খুব অল্প সময়ে এলাকার মানুষ ডিম সম্পর্কে জানবে,চাহিদা বাড়বে,বিক্রি বাড়বে,আপনার খামারের পরিধি বাড়বে।
  • এলাকার বাজারের কিছু বড় দোকান থাকে যারা পাইকারি ডিম সেল করে।তাদের সাথে কথা বলে কোয়েলের ডিম রাখার কথা বলতে পারেন।
  • এছাড়া স্থানীয় বাজারের মুদিমালের দোকানে ছোট ডিমের খাঁচায় অল্প করে কাঁচা ডিম রাখতে বলুন।এতে করে মানুষ দোকানে মুরগির ডিম কিনতে এসে কোয়েলের ডিম দেখলে শখের বশে হলেও কোয়েলের ডিম কিনতে পারে।
  • এলাকার আশেপাশে মেলা,বা বিনোদন মূলক যেকোনো অনুষ্ঠান হলে সেখানেও নিজে বা হকার দিয়ে ডিম বিক্রি করাতে পারেন।এতে ডিম সম্পর্কে অনেক মানুষ জানবে।কারন মেলায় দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসে।
  • এছাড়া কোয়েল পাখির ডিম ও মাংসের উপকারিতা,গুনাগুন বর্ণনা করে আপনার খামারের ফোন নাম্বার সহ ছোট ছোট লিফলেট,ব্যানার, পোস্টারিং করতে পারেন আপনার এলাকার গুরুত্বপূর্ণ বাজার বা পয়েন্টে।এতে মানুষ আপনার খামার সম্পর্কে জানবে এবং এভাবে আপনি নতুন পাইকার বা কাস্টমার পেতে পারেন।

কোয়েলের ডিম পরিবহন পদ্ধতি

কোয়েল পাখির ডিমের খোলস খুবই নরম হয়ে থাকে তাই খুব সাবধানে ডিম এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে হবে।

তবে ডিম যদি ডিমের ট্রেতে করে বহন করা হয় তবে ডিম ভাঙ্গার সম্ভাবনা থাকে না।

বর্তমানে মুরগির ডিমের ট্রে এর মতই কোয়েলের ডিমের প্লাস্টিকের ট্রে কিনতে পাওয়া যায়।

নিচে কোয়েলের ডিমের প্লাস্টিকের ট্রের ছবি দেয়া হলঃ

কোয়েলের ডিম সংরক্ষণ পদ্ধতি

অনেক সময় দেখা যায় ক্ষুদ্র খামারিরা বিভিন্ন কারনে ডিম বিক্রি করতে পারেন না।আবার এমন ও হয় যে খারাপ আবহাওয়ার কারনে ডিম বিক্রি হয় না।শীতের দিনে কোয়েলের ডিম স্বাভাবিক তাপমাত্রায় প্রায় ১০-১২ দিন ভাল থাকে।কিন্তু গরমের সময় ৭-৮ দিনের বেশি হলে ডিম নষ্ট হয়ে যায়।আর তাই কোয়েলের ডিম গরমের সময় সংরক্ষন করা জরুরী।

সাধারনত ৪টি পদ্ধতিতে দীর্ঘদিন ডিম সংরক্ষন করা যায়।

  1. ফ্রিজে ডিম সংরক্ষণ।
  2. কোল্ড স্টোরেজ/হিমাগারে সংরক্ষণ।
  3. চুনের পানিতে ডিম সংরক্ষন।
  4. তেলের মধ্য ভিজিয়ে সংরক্ষন।

ফ্রিজে কোয়েলের ডিম সংরক্ষণঃ

ফ্রিজের নরমালে সংরক্ষন করলে প্রায় ২০-২৫ দিন পর্যন্ত ডিম ভাল থাকে

কোল্ড স্টোরেজ/হিমাগারে সংরক্ষণঃ

বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী কোলের ডিম সংরক্ষণ করার প্রয়োজন পড়ে না। কিন্তু খুব বেশি প্রয়োজন মনে হলে আপনারা হিমাগার বা কোল্ড স্টোরেজ এ ডিম কয়েকমাস  সংরক্ষণ করতে পারেন।

চুনের পানি পদ্ধতিঃ

এ পদ্ধতিতে ১ কেজি চুন ২০ লিটার পরিস্কার পানিতে ভাল করে মিশাতে হবে।পানিতে চুন মিশানোর ১৫-২০ মিনিট পরে দেখা যাবে যে,পাত্রের উপরিভাগে স্বচ্ছ পানি জমা হয়েছে আর পাত্রের নিচের দিকে চুনের স্তর জমা হয়েছে। তবে পাত্রের নিচে থাকা চুন,ডিম সংরক্ষনের কোনো কাজে আসবে না।

এবার পাত্রের উপরিভাগে জমে থাকা স্বচ্ছ পানি উপর থেকে তুলে নিতে হবে।এবং এই পানিতে পরিস্কার ডিম গুলা ডুবিয়ে রাখতে হবে।এই পদ্ধতিতে ডিম প্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষন করা যায়।মনে রাখা জরুরি যে,যেই পাত্রে ডিম সংরক্ষন করবেন সেটা অবশ্যই মাটির বা কাঁচের পাত্র হতে হবে।

তেল প্রয়োগ পদ্ধতিঃ

যেকোনো খাবার তেলেই এই পদ্ধতিতে ডিম সংরক্ষন করা যাবে। ১ লিটার তেল দিয়ে প্রায় ১ হাজার পিস কোয়েলের ডিম সংরক্ষন করা যাবে।

ডিম সংগ্রহের পর ডিম গুলা যত দ্রুত সম্ভব পরিস্কার কাপড় দিয়ে ময়লা পরিস্কার করে নিতে হবে।তবে ডিম কিন্তু পানি দিয়ে ধুয়ে পরিস্কার করা যাবে না।শুকনো কাপড় দিয়ে মুছে মুছে পরিস্কার করতে হবে।

এরপরে ডিম গুলা তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে তুলে অন্য পাত্রে সংরক্ষন করতে হবে।

এই পদ্ধতিতে ও বেশ কিছু দিন ডিম সংরক্ষন করা যায়।

বিঃদ্রঃ শেষের দুটি পদ্ধতি কোয়েলের ডিম সংরক্ষণে ব্যবহার করা খুব কষ্টকর ও সময় সাপেক্ষ্য।

গরমে কোয়েলের যত্ন

ঋতু ভেদে কোয়েলের যত্ন নেয়া জরুরি।কারন ঋতু বা আবহাওয়া পরিবর্তনের সাথে কোয়েলের উৎপাদন,রোগ-বালাই ও তাদের স্বাস্থ্যের পরিবর্তন হতে পারে।

প্রচন্ড গরমে কোয়েলের জন্য বিশেষ কিছু যত্ন নিতে হবে।

  • গরমে খামারে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করতে হবে।
  • খামারের ভেতর দিকে চালার নিচে সিলিং লাগাতে হবে।যাতে ঘরের ভিতরে রোদের তাপ সরাসরি প্রবেশ করে খামারের ভিতরের পরিবেশ উত্তপ্ত করতে না পারে।
  • এছাড়া খামারের চালার উপরে পাটের চট বা গাছের ডাল পালা দিয়ে টিন ঢেকে দিলে ও সূর্যের তাপ সরাসরি খামারে লাগবে না।
  • গরমের দিনে পাখিকে যথাসম্ভব ঠান্ডা ও পরিস্কার পানি সরবরাহ করতে হবে।
  • পানির সাথে গ্লুকোজ বা খাবার স্যালাইন ও ভিটামিন-সি  মিশিয়ে দিতে হবে।
  • খামারের চারিপাশ খোলামেলা রাখতে হবে।যাতে বাতাস চলাচল করতে পারে।
  • দুপুরের দিকে যদি অসহনীয় তাপ থাকে তবে ঠান্ডা পানি অল্প করে পাখির গায়ে স্প্রে করে দিতে পারেন।

শীতে কোয়েলের যত্ন

শীতের সময় খুব সতর্কতার সাথে কোয়েলের যত্ন নিতে হবে।কারন এসময় তাদের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বজায় না থাকলে পাখি মারা যেতে পারে।

শীতে কোয়েলের বিশেষ কিছু যত্ন-

  • প্রথমত তাদের জন্য প্রয়োজনীয় তাপ প্রদান করতে হবে।তাপমাত্রা বজায় রাখার জন্য বৈদ্যুতিক বাল্ব,ইনফ্রারেড হিট বাল্ব,কয়লার হিটার,গ্যাস ব্রুডার ব্যবহার করতে হবে।
  • সম্ভব হলে ঠান্ডা পানির বদলে হাল্কা কুসুম গরম পানি পান করতে দিন।
  • ঠান্ডা লেগে গেলে ঠান্ডার ওষুধ দিতে হবে।
  • খামার পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে।যাতে ভেতরে কুয়াশা প্রবেশ না করতে পারে। খামারের চারিদিকে পর্দা লাগানোর সিস্টেম থাকতে হবে।তবে পর্দার সিস্টেম এমন হতে হবে যেন-পর্দা দেয়ালের নিচ থেকে খামারের ভেতর থেকে রশি দিয়ে টেনে টেনে উপরের দিকে তোলা যায়। অর্থাৎ পর্দা উপর থেকে নয়;নিচ থেকে লাগাতে হবে।কারন খামারের সৃষ্ট গ্যাস হালকা বলে তা উপর দিয়ে বের হবে কিন্তু উপরে যদি পর্দা দিয়ে আটকানো থাকে তবে গ্যাস বের হতে পারে না।
  • রোদ উঠলে পর্দা সরিয়ে দিতে হবে যাতে খামারে সূর্যের আলো প্রবেশ করতে পারে।

কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটানোর পদ্ধতি

সাধারনত বানিজ্যিক কোয়েল নিজেরা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায় না।কৃত্রিম পদ্ধতিতে ইনকিউবেটর মেশিনের সাহায্যে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটাতে হয়।ইনকিউবেটর মেশিনের সাহায্যে কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটের বের হতে প্রায় ১৭-১৮ দিন সময় লাগে।

ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাতে হলে ৪ টি বিষয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়-

  1. তাপমাত্রা (৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস)- তাপমাত্রা ০.৫ ডিগ্রি ফারেনহাইটের বেশী ওঠানামা করানো যাবে না
  2. আদ্রতা (৬৫-৭৫% আপেক্ষিক আর্দ্রতা)
  3. ভেন্টিলেশন/বায়ু চলাচল-বায়ুচলা চল করে এমন জায়গায় মেশিন টি রাখতে হবে।
  4.  টার্নিং/ ডিম ঘুরিয়ে দেয়া- প্রতি ঘণ্টায় একবার ডিম ঘুরিয়ে ডিতে হবে।

বর্তমানে দেশে ভাল মানের আধুনিক অটোমেটিক ইনকিউবেটর মেশিন পাওয়া যায়।

ইনকিউবেটর মেশিনে ২ টি অংশ থাকে।

  1. সেটার- এই অংশে ডিম ৯৯.৫ ডিগ্রি ফারেনহাইট(F) তাপমাত্রায় ও ৮৬-৮৭ ডিগ্রি F আদ্রতায় ১৫ দিন রাখা হয়।এর পরে ডিমের খোলসে ফাটল বা পিপিং শুরু হলে ডিম হ্যাচারে স্থানান্তর করতে হবে।
  2. হ্যাচার- এই অংশে ডিম গুলো ৯৮.৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ও ৯০ ডিগ্রি ফারেনহাইট আদ্রতায় রাখতে হবে। এই সময় ডিম ঘুরানো বন্ধ রাখতে হয়। ডিমের খোলস থেকে বাচ্চা বের হবার সর্বোচ্চ ২৪-৩৬ ঘন্টার মধ্যে বাচ্চা গুলা হ্যাচার থেকে বের করে নিয়ে আসতে হবে।

ভাল হ্যাচিং রেট পেতে কিছু পরামর্শঃ

  • প্রথমেই মেশিনে বসানোর জন্য ডিম গুলো বাছাই করতে হবে।মশিনে বসানোর জন্য মাঝাবি আকারের ডিম সিলেক্ট করতে হবে।একেবারে ছোট এবং অস্বাভাবিক বড় আকারের ডিম গুলো বাদ দিতে হবে।
  • ফাটা বা ছিদ্রযুক্ত ডিম বাদ দিতে হবে।
  • ডিমের সাথে কোনো ময়লা থাকলে তা শুষ্ক নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
  • এরপরে ডিমগুলো ছড়িয়ে রেখে নির্ধারিত মাত্রায় টিমসেন বা ফরমালিন বা অন্যান্য জীবাণুনাশক স্প্রে করে ডিম গুলো হাল্কা শুকিয়ে নিতে হবে এবং এরপরে ডিমগুলো মেশিনের সেটার ট্রেতে বসাতে হবে।
  • ডিম বসানোর সময় সরু বা চিকন অংশ নিচের দিকে আর মোটা অংশ উপরের দিকে দিয়ে বসাতে হবে।
  • দিনরাত ২৪ ঘন্টাই বিদ্যুৎ বা জেনারেটর বা আইপিএস ব্যবস্থা থাকতে হবে।

কোয়েলের বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনাঃ

কোয়েলের বাচ্চা ব্রুডিং এর জন্য প্রয়োজনীয় আসবাবপত্রঃ

  • চিকগার্ড
  • হোভার
  • তাপের উৎস (বৈদ্যুতিক লাইটিং/গ্যাস ব্রুডার)
  • তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার।
  • ছোট পানির পাত্র যা বোতলের মুখের সাথে লাগানো যায়।
  • ছোট খাবার পাত্র
  • নিউজপেপার বা পাটের বস্তা
  • তুষ

ব্রুডার প্রস্তুতকরনঃ

  • প্রতিটি চিকগার্ড লম্বায় হবে ৬ ফুট করে এবং উচ্চতা হবে ১.৫ ফুট।এইরকম ২ টি চিকগার্ড মুড়িয়ে গোল করে বসাতে হবেএবং এই চিকগার্ডের ব্যাসার্ধ হবে ৪ ফুট।
  • এইরকম একটা ব্রুডারে প্রায় ১০০০ পিস কোয়েলের বাচ্চা ব্রুডিং করা যাবে।
  • এবার চিকগার্ডের মাঝে ৩-৫ ইঞ্চি পুরু করে তুষ বিছিয়ে দিতে হবে।
  • এবার তুষের উপরে নিউজপেপার বা পাটের বস্তা বিছিয়ে দিতে হবে।
  • এবার এই গোল ব্রুডারের উপর থেকে চিকগার্ডের উচ্চতার সমান উচ্চতায় তাপের উৎস হিসেবে হোভার ঝুলিয়ে দিতে হবে।
  • চিকগার্ডের সাথে তাপমাত্রা পরিমাপক থার্মোমিটার ঝুলিয়ে দিতে হবে যেন সহজেই ব্রুডারের তাপমাত্রা চোখে পড়ে।
  • উপর থেকে চিকগার্ড ঝুলানোর পরে বাকি খোলা অংশ পেপার দিয়ে ঢেকে দিতে হবে যেন তাপ বের হয়ে যেতে না পারে।এবং এই পেপার কয়েক ঘন্টা পর পর কিছু সময়ের জন্য সরিয়ে রাখতে হবে যেন ব্রুডারের ভিতরের গ্যাস বা বায়ু বের হয়ে যেতে পারে। এটা না করলে বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
  • এরপরে বাচ্চা ব্রুডারে নিয়ে আসার কয়েক ঘন্টা আগে ব্রুডার চালু করে ব্রুডারের তাপমাত্রা ঠিক করতে হবে।
  • প্রথম সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে। এরপরে প্রতি সপ্তাহে তাপমাত্রা ৫ ডিগ্রি ফারেনহাইট করে কমিয়ে আনতে হবে। এভাবে ৪র্থ সপ্তাহে তাপমাত্রা এসে দাঁড়াবে ৭৫ ডিগ্রি ফারেনহাইট।
  • বাচ্চা ব্রুডারে ছাড়ার পরে প্রথম ৫ থেকে ৭ দিন পেপার বা পাটের বস্তার উপরে বাচ্চা মুরগির স্টার্টার খাদ্য ছিটিয়ে দিতে হবে ও এরপরে বাচ্চা একটু বড় হলে ছোট খাবার পাত্রে খাদ্য এবং ছোট পানির পাত্র সংযুক্ত প্লাষ্টিকের বোতলে পানি দিতে হবে।

ব্রুডারে বাচ্চা ছাড়ার সময় যা যা করতে হবে

বাচ্চা পরিবহন করে খামারে নিয়ে আসার পরে বাচ্চা ব্রুডারে ছাড়ার সময় আপনাকে বিশেষ সতর্কতা মানতে হবে-

  • বাচ্চা এনেই তড়িঘড়ি করে ছেড়ে দিবেন না।প্রথমে বাচ্চার ঝুড়ি ব্রুডার ঘরে কয়েক মিনিট রাখুন।এতে করে বাচ্চা গুলা ব্রুডারের তাপমাত্রার সাথে নিজেদের মানিয়ে নিতে পারে।
  • এরপরে আস্তে আস্তে করে বাচ্চাগুলা ছাড়তে হবে।
  • বাচ্চা ছাড়ার পরে প্রথমে গ্লুকোজ মিশ্রিত পানি দিবেন।
  • পানি দেয়ার ২-৩ ঘন্টা পরে খাবার দিবেন।পানি দেয়ার আগে কখনোই খাবার দিবেন না।আগে পানি দিবেন তারপরে খাবার দিবেন।এতে করে বাচ্চার খাবার হজম করার ক্ষমতা বাড়ে।
  • ১ দিনের বাচ্চার জন্য প্রথম ৫-৭ দিন পেপারের উপরে খাবার দিবেন।প্রতিদিন পেপার পরিবর্তন করে দিতে হবে।
  • এরপরে বাচ্চা বড় হলে ফ্ল্যাট ট্রে তে খাবার দিতে পারেন।
  • পানির পাত্রে বাচ্চা যাতে পড়ে না যায় সে জন্য মার্বেল অথবা কয়েক টুকরা পাথর খন্ড পানির পাত্রে রাখতে হবে।

কোয়েলের বাচ্চার ব্রুডিং

কোয়েলের বাচ্চার ব্রুডিং তাপমাত্রা

কোয়েলের ব্রুডিং পরিবেশের তাপমাত্রার উপর নির্ভরশীল।

বয়সতাপমাত্রা (সেলসিয়াস)তাপমাত্রা (ফারেনহাইট)
১ম সপ্তাহ৩৫     ডিগ্রি৯৫  ডিগ্রি
২য় সপ্তাহ৩২.২  ডিগ্রি৯০  ডিগ্রি
৩য় সপ্তাহ২৯.৫  ডিগ্রি৮৫  ডিগ্রি
৪র্থ সপ্তাহ২৭.৬  ডিগ্রি৮০ ডিগ্রি

সাধারনত তিন সপ্তাহের বেশি ব্রুডিং করা লাগে না।তবে শীতের দিনে ব্রুডিং চার-পাঁচ সপ্তাহ পর্যন্ত করতে হয়।

ব্রুডিং তাপমাত্রার গোপন কথা হচ্ছে যে,ব্রুডিং যত সপ্তাহই করা লাগুক না কেন।প্রথম সপ্তাহের যে তাপমাত্রা দেয়া লাগে।এরপরে প্রতি সপ্তাহে ৫ ডিগ্রি ফারেনহাইট করে কমাতে ভবে।

যেমন উপরের ছকে ৪ সপ্তাহ পর্যন্ত ব্রুডিং তাপমাত্রা দেয়া আছে।কিন্তু শীতের সময় যদি চার সপ্তাহ পর্যান্ত তাপ দেয়া লাগে তবে,৫ম সপ্তাহে এই তাপমাত্রা ৫ ডিগ্রি ফারেনহাইট কমে গিয়ে দাঁড়াবে ৭৫ ডিগ্রি ফারেনহাইট।

কোয়েল পালনের সাম্ভাব্য পুঁজি (১০০০ পাখির)

বিষয়ধরণ দর টাকা
১) পাখিমহিলা পাখি (৩০ দিন বয়সী)গড়ে ৩০ টাকা প্রতি পিস১০০০x৩০৩০,০০০/=
2)খাদ্য (ডিম পাড়ার আগ পর্যন্ত)দৈনিক গড়ে ২০ গ্রাম করে ৩০ দিন। ১০০০ পাখির জন্য ১২ বস্তা (৫০ কেজির বস্তা)প্রতি বস্তা ২২০০ টাকা (ব্রয়লার গ্রোয়ার)১২x২২০০ ২৬,৪০০/=
3)খাঁচালোহার তৈরি (১০০০ পাখির জন্য) খাঁচার সাথেই পানি ও খাবার পাত্র যুক্ত থাকবে।দাম খাচার ওজন ও উপাদানের ভিত্তিতে কম বেশি হতে পারে। ২ টি খাঁচায় ৫০০ পিস করে পাখি। প্রতিটি খাচায় ৫ টি তাক থাকবে। ৩০,০০০/=
4)অন্যান্যওষুধ,ভাড়া ও অন্যান্য——-———  ৩,৬০০/=
   মোট=৯০,০০০/=

বিঃদ্রঃ খাঁচা রাখার জন্য যে ঘর বা ছাউনি লাগবে সেই ঘর বা ছাউনি তৈরির খরচ হিসাবের আওতার বাইরে রাখা হল।

এক হাজার কোয়েল পালনে মাসিক আয়

প্রথমে আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিব

১) ডিম দেয়ার হার ৭০-৯০% (গড়ে ৮০% ধরে নিলাম)

২) ডিমের দাম ১.৬ – ২.০ টাকা (গড়ে ১.৮ টাকা)

৩) লেয়ার খাবারের দাম(৫০কেজি) প্রতি বস্তা ১৮০০ টাকা 

 অর্থ্যাত প্রতি কেজির দাম=৩৬ টাকা

৪) প্রতিটি কোয়েল খাবার খাবে ২৫ গ্রাম।

  • ১০০০ কোয়েলের মাসিক ব্যয়ঃ

১) দৈনিক খাবার= ১০০০x২৫=২৫০০০ গ্রাম=২৫ কেজি

মাসিক খাবার খরচ=২৫x৩০ কেজি=৭৫০কেজিx৩৬ টাকা=২৭,০০০ টাকা

২)ওষুধ(ভিটামিন,ক্যালসিয়াম,জিংক,এন্টিবায়োটিক্ও অন্যান্য)=১,০০০ টাকা

৩)বিদ্যুৎ বিল                                                =৫০০ টাকা

৪)লিটার(গাছের গুড়ি,ধানের তুষ)                           =৩০০ টাকা

৫)কর্মচারী বেতন-                                          =৫,০০০ টাকা

৬) অন্যান্য                                                    =২০০ টাকা

(কর্মচারীর বেতন ১০,০০০ টাকা কিন্তু একজন লোক কমপক্ষে ২০০০ পিস কোয়েল দেখাশুনা করতে পারে।তাই ১০০০ কোয়েলের হিসাবের জন্য বেতন ৫,০০০ টাকা ধরা হয়েছে)

মোট খরচ=৩৪,০০০ টাকা

  • ১০০০ কোয়েল থেকে মাসিক আয়ঃ

দৈনিক ডিম পাওয়া যাবে= ৮০০ টি

প্রতিটি ১.৮ টাকা গড়ে

দৈনিক  আয়=৮০০x১.৮=১,৪৪০ টাকা

তাহলে,মাসিক আয়= ১,৪৪০x৩০=৪৩,২০০ টাকা

  • ১০০০ কোয়েল থেকে মাসিক লাভঃ

মোটআয় = ৪৩,২০০ টাকা

মোট খরচ= ৩৪,০০০ টাকা

**মাসিকলাভ = ৪৩,২০০৩৪,০০০টাকা

                  = ,২০০ টাকা

এখন যদি আপনি কর্মচারী না রেখে নিজে একটা কষ্ট করে খামারের দেখাশুনা করেন তবে বেচে যাবে আরো ৫০০০ টাকা।

**তাহলেলাভহবে = ,২০০+,০০০=১৪,২০০ টাকা।

আরডিমেরদামযদি২টাকাপিসহয়তবেআরোঅতিরিক্তলাভহবে৪,৮০০টাকা।

তাহলেটোটাললাভহবে= ১৪,২০০+,৮০০=১৯,০০০টাকা।

এভাবেআপনি২০০০কোয়েলপালনকরলেমাসে কমপক্ষে আয়করতেপারবেন৩০হাজারেরবেশিটাকা।

(লাভেরপরিমানসময়েরসাথেবাজারদরেরউপরেনির্ভরকরবে।এখানেশুধুআনুমানিকহিসাবদেখানোহয়েছে।)

বিঃদ্রঃ ঢাকার পাইকারি বাজারে গরমের সময় প্রতি শত ডিমের দাম ১৫০ টাকা ও হতে পারেতাই আপনাকে নিজের স্থানীয় বাজারে ডিম বিক্রির ব্যবস্থা করতে হবেতা না হলে লাভ থাকবে না লস হবার সম্ভাবনা থাকবে

তাই নিজের এলাকার চাহিদা অনুযায়ী উৎপাদন করুন কিন্তু শীতের সময় আবার ঢাকার পাইকারি বাজারেই ডিমের দাম ২ টাকা পর্যন্ত হয়তাই শীতের বাজার ধরার জন্য শীতের ৩ মাস আগেই পাখি খামারের তুলতে পারেন যদি আপনি সিজনাল ভাবে ব্যবসা করতে চান

কোয়েল খামারের বায়োসিকিউরিটি বা জৈবনিরাপত্তা

যেকোনো খামারের সাফল্যের পিছনে বায়োসিকিউরিটি বা জৈব-নিরাপত্তা বিশেষ ভূমিকা রাখে।কারন জৈব নিরাপত্তা মেনে চললে খামারে রোগ-বালাই হওয়ার প্রবণতা কম থাকে।তাই সঠিকভাবে খামারের বায়োসিকিউরিটি বজায় রাখতে পারলে খামার করে সফল হওয়া খুবই সম্ভব।

খামার প্রস্তুত করা থেকে শুরু করে বাচ্চা সংগ্রহ,বাচ্চা লালন-পালন এবং উৎপাদন ও বিক্রয় পর্যন্ত সকল ক্ষেত্রে বায়োসিকিউরিটি মেনে চলতে হবে।

আসুন কোয়েল খামারের শুরু থেকে শেষ পর্যন্ত সকল জৈব-নিরাপত্তা গুলো জেনে নিই-

ঘর প্রস্তুতের ক্ষেত্রেঃ

  • খামার ঘরটি যথাসম্ভব বসতবাড়ি থেকে দূরে হওয়া উচিত। তবে বাসার ছাদে করলে ও সমস্যা নেই।
  • একটি খামার থেকে অন্য একটি খামারের দূরত্ব কমপক্ষে ১০০ মিটার হওয়া উচিত।
  • খামার ঘরটি অবশ্যই পূর্ব-পশ্চিম বরাবর লম্বা হতে হবে।
  • ঘরের উত্তর ও দক্ষিণ দিক খোলা রাখতে হবে।
  • খামারের আশে-পাশে কোনো জলাশয় বা ডোবা থাকা উচিত নয়।
  • ঘরে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা থাকা।
  • খামারে প্রবেশের পথে (দরজার সামনে) একটি ফুটবাথ তৈরি করা।ফুটবাথ হচ্ছে খামারের প্রবেশ পথে একটি ছোট বাথ ট্যাব বা কুয়ার মত পাকা করে তৈরি করা।এবং সেখানে সবসময় জীবাণুনাশক মিশ্রিত পানি পূর্ণ থাকবে।যখন কেউ খামারে প্রবেশ করবে তখন যেন সে তার পা এই পানিতে ডুবিয়ে তারপরে খামারে প্রবেশ করে।এতে খামারি বা দর্শণার্থীর পায়ের সাহায্যে খামারে কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না।

দর্শণার্থী প্রবেশের ক্ষেত্রেঃ

  • খামারে বিনা প্রয়োজনে বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া উচিত না।এতে যেকোনো সময় জীবাণুর আক্রমন হতে পারে।অনেক সময় ভদ্রতার খাতিরে আমরা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের খামারে ঢুকতে দেই।কিন্তু এটা খামারের জৈব-নিরাপত্তার ক্ষেত্রে করা উচিত নয়।
  • যদি বিশেষ কাউকে ঢুকতে দিতে হয় তবে ঢোকার আগে অবশ্যই তাকে ভালভাবে জীবাণু নাশক স্প্রে করে নিতে হবে।ফুটবাথে পা ডুবিয়ে তারপরে খামারে ঢুকাতে হবে।
  • বেশি ভাল হয় যদি খামারে কাজ করার জন্য আলাদা পোশাক থাকে।যখন কেউ খামারে প্রবেশ করবে তখন সেই পোশাক পড়ে প্রবেশ করবে।এবং এই পোশাক গুলা নিয়মিত জীবানুমুক্ত রাখতে হবে।

বাচ্চা ছাড়ার আগে ঘর জীবানুমুক্তকরণঃ

  • খামারে বাচ্চা আনার আগে খামার টি ভালকরে ডিটারজেন্ট বা জীবানুনাশক মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ভাল করে শুকিয়ে তারপরে বাচ্চা আনতে হবে।
  • ঘরের মেঝেতে ব্যবহৃত লিটারের উপরে জীবাণুনাশক স্প্রে করে নিতে হবে।

খাবার ও পানির পাত্র জীবানুমুক্তকরণঃ

  • বাচ্চা আনার আগেই খাবার ও পানির পাত্র গুলা জীবানুনাশক মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
  • এরপরে পাত্র গুলা ভাল করে রোদে শুকিয়ে নিতে হবে।

বাচ্চা পরিবহনের ক্ষেত্রেঃ

  • বাচ্চা পরিবহন করার জন্য সে খাঁচা ব্যবহার করবেন সেগুলা আগে থেকেই ভাল করে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিতে হবে।
  • সম্ভব হলে যে পরিবহনে সে স্থানে করে নিয়ে আসবেন সেখানে ও জীবাণুনাশক স্প্রে করে নিন।

সারাবছর জুড়েঃ

  • প্রতিদিন খামারের খাবার ও পানির পাত্র পরিস্কার করতে হবে।
  • পাত্রের তলায় পড়ে থাকা ময়লাযুক্ত খাবার সরিয়ে নিতে হবে।
  • পরিস্কার ও জিবাণুমুক্ত পানি সরবারাহ করতে হবে।
  • প্রতি ২-৩ দিন অন্তর অন্তর খামারের চারিপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে।
  • যেসকল জীবাণুনাশক গুলা পাখির ক্ষতি করে না এমন জীবাণুনাশক দিয়ে খামারের ভিতরে ও মাঝে মাঝে স্প্রে করা ভাল।
  • প্রতি সপ্তাহে প্রয়োজনে একাধিক বার লিটারের উপরের ময়লা পরিস্কার করা উচিত।
  • খাঁচার ট্রে’র ময়লা প্রতিদিন পরিষ্কার করা উচিৎ।

এছাড়া খামারে ব্যবহৃত সকল যন্ত্রপাতি নিয়মিত জীবানুমুক্ত রাখা উচিত।

বিঃদ্রঃ খামারে কোনো কারনে কোনো পাখি মারা গেলে তা এদিক সেদিকে না ফেলে দিয়ে একটা নির্দিষ্ট গর্ত করে সেখানে মাটি চাপা দিন।এতে ওই মৃত পাখি থেকে রোগ-জীবাণু ছড়াতে পারবে না। এই বিষয় টা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত।

 

কোয়েলের রোগ ও চিকিৎসা

কোয়েল প্রাকৃতিকভাবেই অনেক বেশি রোগ প্রতিরোধক্ষম।সাধারনত কোয়েলের তেমন কোনো রোগ বালাই হয় না।আর এটাই কোয়েল পালনের সবচেয়ে বড় সুবিধা।

যদিও কোয়েলের তেমন রোগ হওয়ার সম্ভাবনা নেই তবুও আমি এই পর্বে  কোয়েলের হওয়ার সম্ভাবনা আছে এমন কিছু রোগের নাম,কারণ,লক্ষণ,প্রতিরোধ ও চিকিৎসার কথা উল্লেখ করার চেষ্টা করেছি। কেননা, কোয়েলের রোগ হোক বা না হোক,আপনাদের জেনে রাখা উচিত।

সাধারণ রোগ সমূহ

  1. কোয়েল ডিজিজ/Ulcerative Enteritis
  2. ক্লোমনালী প্রদাহ/Bronchitis
  3. অ্যাসপারজিলোসিস বা ব্রুডার নিউমোনিয়া
  4. কলিসেপ্টিসেমিয়া
  5. রক্ত আমাশয়/কক্সিডিউসিস
  6. রাণীক্ষেত
  7. এভিয়ান কলেরা
  8. কোয়েল পক্স
  9. মারেক্স রোগ
  10. লিম্ফয়েড লিউকোসিস
  11. কৃমির আক্রমণ
  12. কার্ল টো প্যারালাইসিস
  13. ঠোকরা-ঠুকরি বা ক্যানিবালিজম
  14. ডিম আটকে যাওয়া৷

উল্লেক্ষিত রোগ গুলোর মধ্যে কোয়েল ডিজিজ,রক্ত আমাশয়/কক্সিডিউসিস , কৃমির আক্রমণ,ক্যানিবালিজম বা ঠোকড়া-ঠুকড়ি এবং ডিম আটকে যাওয়া সমস্যা বেশি দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

১. কোয়েল ডিজিজ/Ulcerative Enteritis

ক্ষতসৃষ্টিকারী অন্ত্রপ্রদাহ রোগটি ”কোয়েল” (Quail disease) নামেও পরিচিত৷ কোয়েলের রোগব্যাধির মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক৷ আক্রান্ত কোয়েলের ১০০% ও মারা যেতে পারে৷ সাধারণত লিটারে পালিত কোয়েলে এ রোগ বেশী দেখা যায়৷

কারণঃ ক্লোস্ট্রিডিয়াম কলিনাম(Clostridium colinum) নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়ে থাকে।

রোগের বিস্তারঃ সাধারণত দূষিত খাদ্যদ্রব্য খাওয়ার মাধ্যমে বাচ্চা কোয়েল এ রোগে আক্রান্ত হয়৷ আক্রান্ত ঝাঁক থেকে সুস্থ ঝাঁকে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম৷

লক্ষণঃ

  • তীব্র ও দীর্ঘস্থায়ী দু’ধরণের রোগই হতে পারে৷
  • মারাত্মকভাবে আক্রান্ত কোয়েল অনেক সময় কোন লক্ষণ প্রকাশের পূর্বেই মারা যেতে পারে৷
  • মৃদুভাবে আক্রান্ত কোয়েলে অবসাদ দেখা যায়৷
  • চোখ আংশিকভাবে বন্ধ করে রাখে এবং পাখা ঝুলে পড়ে৷
  • রক্তসহ পাতলা পায়খানা হয় এবং পাখির মৃত্যু ঘটে৷
  • দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে পাখি মাস খানেক রোগে ভুগে দুর্বল হয়ে মারা যায়৷
  • ময়না তদন্তে (Post Mortem) অন্ত্র ও সিকান্ত্রে (Caeca) বোতাম আকৃতির মারাত্মক ক্ষত বা আলসার দেখা যায়৷

চিকিৎসাঃ 

চিকিৎসার জন্য ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী নির্দেশিত মাত্রায় ব্যাসিট্র্যাসিন (Bacitracin), স্ট্রেপটোমাইসিন (Streptomycin), ক্লোরোমাইসেটিন (Chloromycetin) বা টেট্রাসাইক্লিন (Tetracycline)  জাতীয় ওষুধব্যবহার করা যায়৷

প্রতিরোধঃ ক্লোরোমাইসেটিন (Chloromycetin)- ৫০০ গ্রাম/টন খাদ্যে। অথবা ব্যাসিট্র্যাসিন (Bacitracin)- ৫০ থেকে ১০০ গ্রাম/খাদ্য সাথে মিশিয়ে দিতে হবে।

২) ক্লোমনালী প্রদাহ (Bronchitis) :

কোয়েলের ক্লোমনালী প্রদাহ একটি তীব্র প্রকৃতির প্রদাহজনিত রোগ৷ রোগটি তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে৷ সব বয়সের কোয়েল এতে আক্রান্ত হলেও বাচ্চা কোয়েলের ক্ষেত্রে ৮০% পর্যন্ত মৃত্যু ঘটতে পারে৷

কারণঃ করোনা ভাইরাস (Corona virus) ভাইরাসের আক্রমণে কোয়েল এ রোগে আক্রান্ত হয়৷

লক্ষণঃ

আক্রান্ত কোয়েলে হাঁচি, কাশি ও অস্বাভাবিক শ্বাসের শব্দ লক্ষ্য করা যায়৷

কোন কোন সময় চোখ দিয়ে পানি পড়া এবং কনজাংটিভাইটিসও (Conjunctivitis) দেখা যায়৷

স্নায়বিক উপসর্গ দেখা যেতে পারে৷

চিকিৎসাঃ 

ভাইরাসঘটিত রোগ বিধায় এর কোন চিকিৎসা নেই৷ তবে আক্রান্ত কোয়েল চিহ্নিত করে সঙ্গে সঙ্গে বাকিগুলোর কাছ থেকে পৃথক করে সরিয়ে ফেলতে হবে৷ ব্যাকটেরিয়াজনিত মাধ্যমিক সংক্রমণ (Secondary infection) থেকে এদের রক্ষার জন্য অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন ব্যবহার করা যেতে পারে৷পাশাপাশি ইলেকট্রোলাইট যেমন ইলেকট্রমিন ব্যবহার করতে হবে।

প্রতিরোধঃ পাখির ঝাঁকে (Flock) গাদাগাদি অবস্থা পরিহার করে সেখানে পর্যাপ্ত বায়ু চলাচল এবং খাদ্য ও পানির ব্যবস্থা করতে হবে৷

৩) অ্যাস্পারজিলোসিস বা ব্রুডার নিউমোনিয়া (Brooder pneumonia) :

 প্রধাণত ব্রুডিং পর্বের বাচ্চা কোয়েল আক্রান্ত হয়৷ তাই এই

রোগকে ব্রুডার নিউমোনিয়া বলা হয়৷

কারণঃ বাচ্চা মুরগীতে ব্রুডার নিউমোনিয়া সৃষ্টিকারী ”অ্যাসপারজিলাস ফিউমিগেটাস (Aspergillus fumigtus) নামক ছত্রাকের স্পোর এই রোগের কারন৷

রোগের বিস্তারঃ

স্পোর দিয়ে দূষিত খাদ্য বা লিটার সামগ্রীর সংস্পর্শে অথবা নিঃশ্বাসের মাধ্যমে স্পোর গ্রহণে বাচ্চা কোয়েল এই রোগে আক্রান্ত হয়৷

লক্ষণঃ

  • তীব্র প্রকৃতির রোগে ক্ষুধামন্দা, পিপাসা বৃদ্ধি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়৷
  • বাচ্চা শুকিয়ে যায় ও দুর্বল হয়ে পড়ে৷
  • শ্বাসকষ্টের কারনে বাচ্চা মুখ হা করে ঘাড় ও মাথা উপরের দিকে টান করে শ্বাস গ্রহণ করে৷
  • শ্বাসপ্রশ্বাসের সময় ঘড়ঘড় শব্দ হয়৷
  • আক্রান্ত বাচ্চার চোখের পাতা ফুলে যায়৷ বয়স্ক বাচ্চার কর্ণিয়া (Cornea) –তে আলসার বা ঘা দেখা দিতে পারে৷
  • অতি তীব্র প্রকৃতির রোগের ক্ষেত্রে অনেক সময় কোনো বৈশিষ্টপূর্ণ উপসর্গ ছাড়াই বাচ্চা মারা যেতে পারে৷

চিকিৎসাঃ

রোগাক্রান্ত পাখিকে ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী খাদ্য বা পানির সাথে ছত্রাকনাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর যায়, কপার সালফেট ১:২০০০ (০.২%) সলুশন খাবার পানিতে মিশিয়ে দুই সপ্তাহ  পান করালে বাচ্চা তাড়াতাড়ি সেরে উঠে৷

প্রতিরোধঃ ঘরের আর্দ্রতা কমিয়ে ও প্রতি কেজি খাদ্যে দুই গ্রাম মাত্রায় ক্যালসিয়াম প্রোপিওনেট (Calcium Propionate) মিশিয়ে খেতে দেয়া যেতে পারে৷ তাছাড়া ঘরের লিটার সবসময় শুকনো রাখতে হবে এবং ব্রুডার এলাকার লিটার নির্দিষ্ট সময় পরপর উল্টেপাল্টে দিতে হবে৷ জমাট বাঁধা, ভিজা ও ছত্রাকযুক্ত লিটার ফেলে দিতে হবে৷

৪) কলিসেপ্টিসেমিয়া (Colisepticemia):

কোয়েলের এই মারাত্মক রোগে সব বয়সের পাখিই আক্রান্ত হতে পারে৷ এতে প্রধানত শ্বাসতন্ত্র আক্রান্ত হয়৷ তবে অন্যান্য তন্ত্রও আত্রান্ত হতে পারে৷

কারণঃ ”ইসকোরিশিয়া কলাই” (Escherichia coli) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমনে কোয়েল এই রোগে আক্রান্ত হয়৷

লক্ষণঃ

  • সাধারণত রোগের লক্ষণ প্রকাশের পূর্বেই পাখির মৃত্যু ঘটে৷
  • হঠাৎ পাখির মৃত্যুহার বেড়ে যায়৷
  • শ্বাসতন্ত্রের উপসর্গ, যেমন-মুখ হা করে থাকে, নাকে-মুখে ফেনা ওঠে৷
  • চোখ দিয়ে পানি পড়ে৷

চিকিৎসাঃ প্রতি ৫-১০ কেজি খাদ্যে ৫০০ মি.গ্রা  মাত্রার একটি টেট্রাসাইক্লিন (যেমন- বেনামাইসিন)  ট্যাবলেট মিশিয়ে আক্রান্ত পাখিকে ৩-৫ দিন খাওয়াতে হবে৷ এছাড়া পানির মাধ্যমেও উক্ত ঔষধ পান করানো যায়৷

৫) রক্ত আমাশয়  (Coccidiosis):

কক্সিডিওসিস সাধারনত লিটার/মেঝেতে পালিত ২-৬ সপ্তাহ বয়সের কোয়েলের হয়ে থাকে। অল্প বয়সী কোয়েল এরোগে বেশী আক্রান্ত হয় এবং বয়স্ক কোয়েল এরোগের প্রতি অধিক সহনশীল।

কারণঃ ”আইমেরিয়া বটেরি” (Eimeria bateri), ”আইমেরিয়া  উজুরা” (Eimeria Uzura) ও ”আইমেরিয়া সুনোডাই (Eimeria tsunodai) নামক ককসিডিয়া দ্বারা বাচ্চা কোয়েল আক্রান্ত হতে পারে৷

লক্ষণঃ আক্রান্ত বাচ্চা ঝিমাতে থাকে, রক্ত পায়খানা করে ও দূর্বল হয়ে পড়ে৷ অবশেষে রক্তশূন্যতার কারণে মারা যায়৷


চিকিৎসা সালফা ড্রাগ্স (সালফাক্লোজিন সোডিয়াম মনোহাইড্রেট, সালফাকুইনোক্সালিন সোডিয়াম), অ্যামপ্রোলিয়াম, টলট্রাজুরিল ইত্যাদি।

প্রতিরোধ স্বাস্থ্যকর পয়োনিষ্কাষন এবং উন্নত লিটার ব্যবস্থাপনা। কারণ ভেজা লিটার এবং পানি ও খাবারের পাত্রের চারপাশের জমাকৃত বিষ্ঠা ইনফেকশনের প্রধান উৎস। খাদ্যে কক্সিডিওস্ট্যাট (মনেনসিন @ ৭৩ গ্রাম/টন; অ্যামপ্রোলিয়াম @ ০.০১৭৫%) মিশিয়ে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে। 

) রাণীক্ষেত রোগ

বাড়ন্ত কোয়েলে মৃত্যুহার পায় ৮০ ভাগ ও বয়স্ক কোয়েলে প্রায় ৪৫-৫০ ভাগ পর্যন্ত মারা যেতে পারে।

কারনঃ Avian Paramixo virus -1 ভাইরাস দ্বারা এ রোগ হয়ে থাকে।

লক্ষণঃ

  • কুঞ্চিত বা উস্কোখুস্কো পালক
  • শ্বাসকষ্ট
  • ঘড়ঘড় শব্দ
  • ঘাড় ও ডানা এবং পায়ে পক্ষাঘাত হয়ে থাকে
  • হাল্কা রক্ত মিশ্রিত ঈষৎ সবুজ পায়খানা

প্রতিরোধ ও চিকিৎসাঃ

ভাইরাস ঘটিত রোগ বিধায় সুনির্দিষ্ট চিকিৎসা নেই।তবে  দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রামন প্রতিরোধে এন্টিবায়োটিক খাওয়ালে সুফল পাওয়া যায়।

৭) এভিয়ান কলেরা

কারনঃ পাসচুরেলা মাল্টোসিডা ( Pasteurella multocida ) জীবানু কোয়েলে এ রোগ সৃষ্টি করে

লক্ষণঃ

  • তীব্র ক্ষেত্রে হঠাত করে খামারে পাখি মারা যেতে শুরু করে।
  • জ্বর,খাবারে অনীহা,অবসাদ ভাব
  • উস্কোখুস্কো পালক
  • মুখ দিয়ে শ্লেষ্মা পড়া।
  • ডায়রিয়া ও সাদা পাতলা পায়খানা।

প্রতিরোধ ও চিকিৎসাঃ

প্রতি টন খাদ্যে ৫০০ গ্রাম অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে খাওয়ালে সুফল পাওয়া যায়।

8) কোয়েল পক্স

কারণঃ এভিপক্স ভাইরাস (Avipox virus) দ্বারা হয়ে থাকে

লক্ষণঃ

  • ওয়াট প্রকৃতি ও ডিপথেরিটিক  প্রকৃতির এই দুই ধরনের পক্স দেখা যায়।
  • ওয়াট প্রকৃতির ক্ষত্রে মাথায়,চোখের চারিপাশে,গলকম্বে ওয়র্ট বা গুটি দেখা যায়।
  • ডিপথেরিটিক ক্ষেত্রে মুখ,শ্বাস্নালীতে ক্ষত দেখা যায়।

প্রতিরোধ ও চিকিৎসাঃ

ভাইরাস ঘটিত রোগ বিধায় সুনির্দিষ্ট চিকিৎসা নেই।তবে  দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রামন প্রতিরোধে এন্টিবায়োটিক খাওয়ালে সুফল পাওয়া যায়।

এছাড়া ক্ষত স্থানে সিলভার নাইট্রেট সলুশন (০.০১%) দিয়ে পরিষ্কার করতে হবে।

৯) মারেক্স রোগ (Marek’s disease):

মারেক্স রোগ স্নায়ুতন্ত্রের টিউমার সৃষ্টিকারী মারাত্মক ধরণের সংক্রামক রোগ৷ এতে প্রধানত প্রান্তীয় স্নায়ু (যেমন–সায়াটিক ও ব্রাকিয়াল স্নায়ু আক্রান্ত হয়৷ এমনকি একদিন বয়সের বাচ্চাও আক্রান্ত হতে পারে৷)

কারণঃ হার্পেস ভাইরাস (Herpes virus) কোয়েলে এই রোগ সৃষ্টি করে৷

রোগের বিস্তারঃ আক্রান্ত পাখির লালা নাকের শ্লেন্মা, মল ও পাখার ফলিকলের (Follicle) মাধ্যমে এই রোগ সুস্থ পাখিকে ছড়ায়৷

লক্ষণঃ

  • সায়াটিক ও ব্রাকিয়াল স্নায়ু মারাত্মক ভাবে ফুলে ওঠে এবং পক্ষাঘাতের সৃষ্টি করে৷
  • দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে পাখির ওজন হ্রাস পায় এবং ফ্যাকাসে হয়ে যায়৷
  • আক্রান্ত চোখ সাদা হয়ে যায় এবং পরবর্তীতে একটি বা উভয় চোখই নষ্ট হয়ে যেতে পারে৷
  • ক্ষুধামান্দ্য ও ডায়রিয়া দেখা দেয়৷ ফলে অনাহার ও পানিশূন্যতায় ভুগে পাখি মারা যায়৷

চিকিৎসা ও প্রতিরোধঃ এই রোগের কোন চিকিৎসা নেই৷ প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাই উত্তম।

তবে এই রোগে আক্রান্ত হলে নির্দিস্ট সময় পরে নিজে থেকেই সেরে ওঠার সম্ভাবনা থাকে।

১০)  লিম্ফয়েড লিউকোসিস ((Lymphoid Leucosis):

লিম্ফয়েড লিউকোসিস এক ধরনের ক্যানসার৷ এটি সাধারণত বয়স্ক কোয়েলকে আক্রান্ত করে৷ আক্রান্ত কোয়েলের ডিম থেকে ফোটানো বাচ্চা এই রোগে আক্রান্ত হতে পারে৷

কারণঃ এটি অ্যাভিয়ান লিউকোসিস নামক ভাইরাসের কারণে হয়৷

লক্ষণঃ

  • আক্রান্ত পাখি দুর্বল ও কৃশ হয়ে পড়ে৷
  • টিউমার হওয়ার কারণে উদরস্ফীত হয়৷
  • রক্তশূন্যতা দেখা দেয় ও পাখি মারা যায়৷

চিকিৎসা ও প্রতিরোধঃ এই রোগের নির্দিষ্ট কোন চিকিৎসা ব্যবস্থা নেই৷ কার্যকরী টিকা এখনো আবিষ্কৃত হয়নি৷ এটি দূর করার জন্য আক্রান্ত পুরো ঝাঁককে মেরে ফেলা উচিত৷

১১) কৃমির আক্রমণ

খাঁচায় পালিত কোয়েলে কৃমির আক্রমণ ঘটে না৷ তবে, লিটারে পালিত কোয়েল কখনো কখনো গোল কৃমি ও ফিতা কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে৷ কোয়েল সাধারণত শীতকালেই বেশী আক্রান্ত হয়৷ তবে, কৃমি কোয়েলের তেমন কোন ক্ষতি করতে পারেনা৷

কারণঃ পাঁচ প্রজাতির গোল কৃমি বাচ্চা কোয়েল এবং এক প্রজাতির ফিতাকৃমি বয়ষ্ক কোয়েলকে আক্রমণ করতে পারে৷

লক্ষণঃ

  • আক্রান্ত পাখি পাতলা পায়খানা করে৷
  • পালক উস্কো খুস্কো হয়ে যায়৷
  • ধীরে ধীরে শরীর শুকিয়ে যায়৷
  • উৎপাদন হ্রাস পায়৷

চিকিৎসা ও প্রতিরোধঃ আক্রান্ত পাখিকে কৃমিনাশক ঔষধ, যেমন-থায়াবেনডাজল খাওয়ানো যেতে পারে৷ প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ নিয়মিত লিটার পরিস্কার করতে হবে।

১২) কার্লড টো প্যারালাইসিস (Curled toe paralysis):

সাধারণত ভিটামিনের অভাবজনিত কারণে কখনো কখনো বাচ্চা কোয়েলে কার্লড টো প্যারালাইসিস রোগ হতে দেখা যায়৷ এতে বাচ্চার পায়ের নখ বা আঙুল অবশঙ্গতার জন্য বাঁকা হয়ে যায়৷

কারণঃ ভিটামিন বি-২ বা রিবোফ্লাভিনের ( Riboflavin ) অভাবে এ রোগ হয়৷

লক্ষণঃ

  • পাখি প্রথম দিকে খুঁড়িয়ে হাঁটে এবং এ সময় এর নখ বাঁকা দেখা যায়৷
  • গিরার উপর ভর দিয়ে হাঁটে এবং দাঁড়িয়ে থাকে৷

  • ৮ – ১০ দিনের মধ্যেই ক্ষুধামান্দ্য, ডায়রিয়া, দুর্বলতা, ওজন হ্রাস ইত্যাদি দেখা যায়৷

চিকিৎসা ও প্রতিরোধঃ থায়াভিন পাউডার পানির সাথে মিশিয়ে বা ভিটামিন মিনারেল প্রিমিক্স নির্ধারিত পরিমাণে সরবরাহ করতে হবে।

১৩) ঠোকরা ঠোকরি বা ক্যানিবালিজম (Cannibalism):

ক্যানিবালিজম আসলে কোন রোগ নয় বরং এক ধরনের বদভ্যাস৷ এটি এমনই এক ধরনের বদভ্যাস যাতে একটি কোয়েল অন্য একটি কোয়েলের পালকবিহীন বা কম পালকযুক্ত অংশে ঠোকরাতে থাকে৷ এবং রক্ত বের করে ফেলে৷ সাধারণত ব্যাটারি বা খাঁচা পদ্ধতিতেই ঠোকরা-ঠুকরি বেশি দেখা যায়৷

কারণঃ ক্যানিবালিজমের বহু কারণ রয়েছে৷ যেমন-

  • ধারালো ও চোখা ঠোঁট৷
  • খামারে গাদাগাদি অবস্থা৷
  • আরজিনিন নামক অ্যামাইনো এসিডের অভাব৷
  • অত্যাধিক আলো৷
  • অত্যাধিক তাপ৷
  • স্ট্রেস বা পীড়ন৷
  • আহত পাখিকে সুস্থ পাখি থেকে পৃথক না করা৷
  • বিভিন্ন বয়সের কোয়েল একই খাঁচায় বা ঘরে রাখা৷
  • খাদ্যে আমিষ ও লবণের অভাব৷
  • অপর্যাপ্ত খাদ্য ও পানি সরবরাহ করা৷
  • অলসতা ইত্যাদি৷

চিকিৎসাঃ ডিসিপি বা ডাই ক্যালসিয়াম ফসফেট ও ইলেকট্রোলাইট খাওয়াতে হবে।

তবে পানিতে খাবার লবন প্রতি লিটারে ৫ গ্রাম করে দিলে উপকার হয় এছাড়া পাখির ঘরে নিম পাতার ডাল ঝুলিয়ে দিলেও ঠোকড়া ঠুকড়ির পরিমান কমে।

প্রতিরোধঃ যেসব কারণে ঠোকরা ঠুকরি দেখা দেয় তা দূর করতে হবে৷ তবে আগে থেকেই এদিকটায় নজর দিলে ঠোকরা-ঠুকরি দেখা দেবে না৷ তাছাড়া এটি প্রতিরোধের জন্য সঠিকভাবে ঠোঁট কাঁটা বা ডিবিকিং করা একটি উত্তম ব্যবস্থা৷

১৪) ডিম আটকে যাওয়া :

ডিম পাড়ার সময় অনেক কোয়েলের ডিম ডিম্বনালীতে আটকে যায়, বাইরে বের হতে পারে না৷ যেহেতু কোয়েল প্রায় প্রতিদিনই ডিম পাড়ে তাই অধিক উৎপাদনশীল এসব কোয়েলে কখনো কখনো এমনটি ঘটতে দেখা যায়৷

কারণঃ নিম্নলিখিত কারণে ডিম আটকে যেতে পারে৷ যেমন–

  • ক্যালসিয়ামের অভাবে।
  • ডিমের আকার অনেক বড় হলে৷
  • ডিমের খোসা খসখসে হলে৷
  • ডিম পাড়ার সময় এক ধরনের পিচ্ছিল পদার্থের নিঃসরণ কম হলে বা না হলে৷
  • ডিম্বাশয়ে প্রদাহ বা অন্য কোন রোগ হলে৷
  • ডিমপাড়া কোয়েলের অত্যাধিক চর্বি হলে৷
  • ডিম পাড়ার সময় কোয়েলকে বিরক্ত করলে৷

লক্ষণঃ এতে নিম্নলিখিত লক্ষণ দেখা দিতে পারে৷ যেমন–

  • কোয়েল সবসময় ছটফট করে৷
  • ডিম পাড়ার জন্য বারবার যায় কিন্তু ডিম না পেড়ে চলে আসে৷
  • ঘনঘন কোঁথ দেয়৷
  • পায়ুপথ দিয়ে রক্ত বের হতে পারে৷
  • পেটে ডিম ভেঙ্গে গেলে কোয়েল মারা যায়৷

চিকিৎসাঃ

খাবারের সাথে বা পানিতে ক্যালসিয়াম ১ গ্রাম ২ লিটার পানিতে ও মাল্টিভিটামিন ১ গ্রাম ২ লিটার মিশিয়ে খাও্যাতে হবে ৫-৭ দিন।

এছাড়া গরম পানিতে এক টুকরা কাপড় ভিজিয়ে নিয়ে কোয়েলের পায়ুপথের চারদিকটায় হালকাভাবে বুলিয়ে দিতে হবে৷ এরপর আঙুলের সাহায্যে ভেসিলিন জাতীয় পিচ্ছিল পদার্থ পায়ুপথের ভিতর দিয়ে ডিম্বনালীর চারপাশে লাগালে তা পিচ্ছিল হয়, ফলে ডিম বের হয়ে আসে৷

বিশেষ পরামর্শঃ জন্মের প্রথম সপ্তাহে প্রতি লিটার খাবার পানিতে এক গ্রাম মাত্রায় টেট্রাসাইক্লিন মিশিয়ে পান করালে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগের কবল থেকে বাচ্চা কোয়েলকে রক্ষা করা সম্ভব হয়৷

কোয়েল পাখির ডিমের উৎপাদন কমে যাওয়ার কারন

খামারে পাখির সঠিক হারে ডিম দেয়া নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর।যেমন –

  1. লিটার বা বিছানার অবস্থা(জমাট বেধে যাওয়া,ভিজে যাওয়া,এমোনিয়া গ্যাস সৃষ্টি হওয়া,এবং প্যারাসাইটের আক্রমণ)।
  2. ঘরে আলো বাতাসের চলাচল ব্যবস্থা না থাকা
  3. সূর্যের আলোর প্রবেশ না থাকা।
  4. দিনের আলো আর বৈদ্যুতিক আলো মিলে দিনে ১৬ ঘন্টা আলোর ব্যবস্থা নিশ্চিত না থাকা
  5. খাবারে মান ও পরিমাণ অপর্যাপ্ত হওয়া,
  6. ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন এর অভাব।
  7. নিয়মিত মল পরিস্কার না করা।
  8. আবার সারা রাত আলো দিয়ে রাখা।
  9. পরিস্কার ও জীবানুমুক্ত ও পর্যাপ্ত পানি সরবরাহ না থাকা।
  10. খাবার ও পানির পাত্র প্রতিদিন পরিস্কার না করা।
  11. দৈনিক ২ বার খাবার পানি চেঞ্জ না করা।

এবং সর্বপরি রোগাক্রান্ত কোয়েলের ডিম সঠিক পরিমানে না দেয়াটাই স্বাভাবিক।

তবে,আপনাকে মনে রাখতে হবে যে,অনেক সময় অব্যবস্থাপনার  কারনে কোয়েলের ডিম দিতে ৬০ দিনের বেশি সময়ও লাগতে পারে।এবং খামারের এইসব সঠিক ব্যবস্থাপনা গুলো মেনে চলুন। আশা করি ভাল ফল পাবেন।

কোয়েল পাখিকে কি কি ওষুধ দিতে হবে (সাপ্তাহিক রুটিন)

বারওষুধসকালবিকালপরিমাণ
শনিবারমাল্টিভিটামিনসকালেফ্রেশ পানি১ গ্রাম/ ২ লিটার পানিতে
রবিবারজিংক সিরাপফ্রেশ পানিবিকালে১-২ মিলি/ লিটার পানিতে
সোমবারফ্রেশ পানিফ্রেশ পানিফ্রেশ পানিপর্যাপ্ত
মঙলবারক্যালসিয়ামসকালফ্রেশ পানি১ গ্রাম/ ২-৩ লিটার পানিতে
বুধবারA,D3‌E/ ই-সেলফ্রেশ পানিবিকাল১ মিলি/২ লিটার পানিতে
বৃহস্পতিবারফ্রেশ পানিসকালবিকাল 
শুক্রবারলিভার টনিকসকালফ্রেশ পানি১ মিলি/ লিটার পানিতে
     
  • প্রতি ৪৫ দিন পরপর কৃমির ওষুধ দিতে হবে।
  • পাখি অসুস্থ হলে এন্টিবায়োটিক ব্যবহার করা যাবে।

তবে এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক এর ডোজ কমপ্লিট করতে হবে

বিঃদ্রঃ সকল চিকিৎসা একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে করালে ভাল হয়।

কোয়েলের বিভিন্ন ওষুধের নাম

মাল্টিভিটামিনঃ

  1. মেগাভিট
  2. রেনা-ডব্লিউ এস
  3. ভিটামিক্স-ডব্লিউ এস
  4. ভিটাক্স-বিসি প্লাস

জিংক সিরাপঃ

  1. জিস-ভেট
  2. ভিটা জিংক
  3. এজিংক-ভেট
  4. ওরাজিংক
  5. সলুজিংক ভেট
  6. জিংক-কেয়ার

ক্যালসিয়ামঃ

  1. সুপার ক্যাল-এফ পি
  2. স্যান ক্যাল-পি
  3. ক্যালভেট-পি

ভিটামিন A,D3,E:

  1. রেনাসল এডি৩ই
  2. ভিটা-এডিই
  3. এডেসল
  4. সলুভিট-এডি৩ই ফোর্ট
  5. হাইভিট-এডিই

লিভার টনিকঃ

  1. লিভা-ভিট
  2. হেপাটোভিট
  3. রেনালিভ
  4. হেপাভেট
  5. লিভাটোন

এন্টিবায়োটিকঃ

  1. রেনামাইসিন
  2. কসুমিক্স প্লাস
  3. অক্সি-ডক্সি
  4. রেনাফ্লক্স
  5. সিপ্রো-ভেট
  6. রেনামক্স
  7. এনরোসিন
  8. কট্রা-ভেট

ভিটামিন-ই+সেলেনিয়ামঃ

  1. ই-সেল
  2. ই-সেল গোল্ড
  3. রেনাসেল-ই
  4. ই-ভেট প্লাস

জীবাণুনাশকঃ

  1. টিমসেন
  2. জিপিসি-৮
  3. পভিসেপ
  4. বায়োসিড
  5. বায়োক্লিন
  6. সুপারসেপ্ট
  7. ভাইরোসিড

কৃমিনাশকঃ

  1. পেরাভেট
  2. এভিনেক্স
  3. পাইপার-ভেট
  4. রেনাপার
  5. হেলমাসিড-ভেট
  6. পাইরাজিন-ভেট

কোয়েল পালনে সফল যারা


কোয়েল পালনে ভাগ্য বদল করেছেন আব্দুল আল সামুন

শখের বশে ৪ বছর আগে ৭শ’ টাকা দিয়ে ১২টি কোয়েল পাখি কিনে পালন শুরু করেছিল যশোর জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আল সামুন। তখন তার বয়স ছিল ১৬ বছর। এখন তার নিজের কোয়েল খামারে পাখির সংখ্যা ৩ হাজার। তার পরিচালনায় বিভিন্নস্থানে ৩০টি কোয়েল খামারে ৩০ হাজার পাখি পালন করা হচ্ছে। কোয়েল পালনে সামুন নিজের ভাগ্য বদল করেছে। পাশাপাশি অন্যের ভাগ্য বদলে সহায়তা করছে।

সামুন জানায়, যশোর থেকে ৭শ’ টাকা দিয়ে দুটি পুরুষ ও ১০টি মেয়ে কোয়েল পাখি কিনে বাড়ি এনে পালন শুরু করে। পাখি ডিম পাড়া শুরু করলে বাড়ির মুরগীর ডিমের সাথে রেখে দিত। মুরগীর তাতে দিয়ে ডিম ফুটে বাচ্চা হত। একশ’ টি বাচ্চা হয়। বাচ্চাগুলো বড় হলে প্রতি পিস ৯০ টাকা থেকে ১০০ টাকা করে বিক্রি করে দেয়। তার হাতে প্রায় ১০ হাজার টাকা জমে। এ টাকা দিয়ে ফের ৩শ’ পিস বাচ্চা কিনে এনে গড়ে তোলে কোয়েল পাখির খামার। ডিম পাড়া শুরু করলে প্রতি পিস পাখি ৪০ টাকা করে বিক্রি করে। এরপর এক হাজার পিস বাচ্চা কিনে ৩০ দিন পালনের পর ১৫ টাকা পিস দরে বিক্রি করে। আস্তে আস্তে তার খামারের আয়তন বাড়াতে থাকে।

নিজে বুদ্ধি খাটিয়ে তৈরি করে ডিম ফুটানোর যন্ত্র। দ্রুত তার ভাগ্য বদল ঘটে। লাখপতি হয়ে যায়। তার বাড়িতে ৬টি শেড নির্মাণ করেছে। বর্তমানে তার কোয়েল খামারে ৩ হাজার পাখি আছে। প্রতিদিন দেড় হাজার ডিম হয়। এ ডিম ফুটিয়ে প্রতিদিন এক হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে। একদিন বয়সের বাচ্চা তার অধীনস্থ খামারিদের কাছে প্রতি পিস ৫ টাকা দরে বিক্রি করে দেয়। তারা ৩০ দিন পালন করে। এরপর তাদের কাছ থেকে প্রতি পিস ২০ টাকা দরে কিনে ঢাকা, সিলেট, কুমিল্লার, খুলনা

প্রভৃতি শহরে চালান পাঠায়। প্রতি পিস ২২ – ২৩ টাকা দরে বিক্রি হয়। সামুন জানায়, এক হাজার পিস কোয়েল একমাস পালতে ২শ’ কেজি খাবার লাগে। ওষুধ ও অন্যান্য খরচ মিলিয়ে ১৩ হাজার টাকা ব্যয় হয়। এক হাজার পিস কোয়েল পালনে একজন খামারির মাসে ৭ হাজার টাকা লাভ থাকে। সামুনের খামারিরা মহেশপুর, কালীগঞ্জ, ঝিকরগাছা, বসুনদিয়া, যশোর প্রভৃতি স্থানের। বাচ্চা ৩০ দিন বয়স হলে তারা সামুনের বাড়িতে পৌঁছে দেয়। সামুন আরো জানায়, কোয়েল পাখি পালনে ঝুঁকি কম। কারণ কোয়েলের রোগব্যাধি কম হয়। বেশি পুঁজি খাটাতে লাগে না। আর পোল্ট্রি খামারের মত দুর্গন্ধ ছড়ায় না। এছাড়াও সে সোনালী লেয়ার মুরগি পালন করে। এর ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে বিক্রি করে থাকে। সে নিজে খামারে কাজ করে। দু’জন রাখাল রেখেছে তারা পাখি দেখাশুনার জন্য। খরচ বাদে সামুনের এখন মাসে ৪০ হাজার টাকা লাভ থাকে। লাভের টাকা সে খামার সম্প্রসারণে বিনিয়োগ করে। বর্তমানে তার মোট বিনিয়োগ ১২ লাখ টাকা। বিদ্যুৎ না থাকলে জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করে।

তথ্যসূত্রঃ http://www.ekrishi.com/news/index.php?page_id=3&article_id=170&category_id=14

মানিকগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে কোয়েল পালন

মানিকগঞ্জের ঘিওরে ক্রমশই বানিজ্যিক ভিত্তিক কোয়েল পালন জনপ্রিয় হয়ে উঠছে। কোয়েল পাখি পালন করে স্বল্প পুঁজিতে অধিক লাভবান হচ্ছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৃত খলিল উদ্দিন মোল্লার ছেলে মতিয়ার রহমান (৬২)।

বর্তমানে তিনি দুই হাজার কোয়েল পাখি পালন করলেও অতি দ্রুতই তিনি বানিজ্যিক ভিত্তিতে আরো পাঁচ হাজার কোয়েল পাখি পালনের প্রচেষ্টায় রয়েছেন বলেও জানান।

ঘিওর উপজেলার জনতার মোড় এলাকার নিজ বাড়িতে কোয়েল পালন করেন তিনি। এসময় বলেন, পেশাগত জীবনে সরকারী কলেজের হিসাবরক্ষক ছিলেন। অবসরে আসার পর সারা জীবনের সঞ্চয় দিয়ে তিনি শুরু করেছিলেন শেয়ার বাজারের ব্যবসা। কিন্তু ওই ব্যবসাই তাকে আর্থিকভাবে পুঙ্গু করে দিয়েছিল। সবশেষে তিনি নিঃস্ব হয়ে বাড়িতেই বসেছিলেন একবারে বেকার অবস্থায়।

এরপর তিনি নিজের ইচ্ছায় তার বাড়িতেই কোয়েল পাখি পালনের ব্যবসা করবেন বলে মনস্থির করলেন। সেই উদ্দেশেই তিনি বছর খানেক আগে গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ শ’ কোয়েল পাখির বাচ্চা কিনেন। যে বাচ্চার ডিমগুলোই এখন তার ভাগ্য বদলের হাতিয়ার। এছাড়া কয়েকদিন আগে তিনি আরো দেড় হাজার বাচ্চা ক্রয় করেছেন। কিন্তু বিদ্যুত সরবারহ ঠিক মতো না হওয়ার কারণে সেখান থেকে অনেক বাচ্চাই মারা গেছে। তাতেও হতাশ হননি তিনি বরং নতুন উদ্যোমে কোয়েল পালন আরো প্রসারিত করার স্বপ্নে বিভোর তিনি।

দুই ছেলে ও এক মেয়ের জনক মতিয়ার জানান, এক দিন বয়সের কোয়েল পাখির ওই বাচ্চাগুলো গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মাত্র ১১ টাকা দিয়ে কিনেন তিনি। এরপর সেই বাচ্চাগুলো অত্যন্ত যত্মসহকারে পালন করা শুরু করেন। তার নিজ বাড়িতেই ২৪ ফুট লম্বা আর ১৩ ফুট পাশের একটি টিনশেড ঘর রয়েছে। এখানেই তিনি এক হাজার কোয়েল পাখি পালন করছেন অনায়াসে। ৪৬ দিন বয়স থেকেই কোয়েল পাখিগুলো ডিম দিতে শুরু করে। একটানা ১৪ মাস এভাবেই ডিম দেয় পাখিগুলো। এতে করে প্রতিবছর একেকটি পাখি থেকে বছরে কমপক্ষে ২৫০টি ডিম পাওয়া যায়। এভাবেই পর্যায়ক্রমে কমপক্ষে চার বছর সময় পর্যন্ত প্রতিটি পাখি ডিম দিতে থাকেন বলেও জানান তিনি। স্থানীয় বাজারে প্রতি হালি ডিমের মুল্য ১০ টাকা।

মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা মতিয়ার রহমান আরো জানান, প্রতিদিন মাত্র ২৫ গ্রাম খাবার খাওয়া কোয়েল পাখির রোগ কম হলেও পাখিগুলোকে সবসময় পর্যাপ্ত আলোর মধ্যে রাখতে হয় বলে বিদুৎ না থাকলে ঝামেলায় পড়তে হয়। এছাড়া একদিন বয়সের বাচ্চাগুলো বড় হওয়ার পরপরই সেখান থেকে পুরুষ পাখিগুলোকে বিক্রি করে দিতে হয়। এতে করে মেয়ে পাখিগুলো দীর্ঘদিন একটানা ডিম দিতে পারে।

এসময় মতিয়ার রহমান জানান, এখন তিনি পাঁচ শ’ ডিম বিক্রি করে মাস শেষে সব খরচ বাদে যে টাকা আয় করেন তাতেই তার পরিবারের জন্যে অনেকটা উপকারী। তবে খুব শিগগিরইএক হাজার ডিম তুলে নিতে পারলে তাকে আর পিছু ফিরে তাকাতে হবে না বলে জানান তিনি।

ঘিওর উপজেলা প্রাণী সম্পদ অধিদফতর কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, অল্প জায়গা ও অল্প ব্যয়ে কোয়েল পাখি পালন করে খুব স্বল্প সময়েই অধিক আয় করা সম্ভব। এ বিষয়ে যেকোনো পরামর্শের জন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় তৎপর রয়েছি। খুব অল্প সময়েই ওই উপজেলায় মতিয়ার রহমান ছাড়াও আরো বেশ কয়েকজন খামারি এই ব্যবসায় আসবেন বলেও জানান তিনি।

তথ্যসূত্রঃ http://www.dailynayadiganta.com/detail/news/135933

কোয়েল পালনে সফল সিলেটের আব্দুর রহমান

মাত্র আড়াই মাসের প্রশিক্ষণ গ্রহণ করে নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হয়ে উঠেছে সিলেটের যুবক আব্দুর রহমান(২৮) । নিজ প্রশিক্ষণকে বিফল হতে দেননি। স্বল্প মূল্যের প্রাণিজ আমিষ শিল্পের  প্রতি আগ্রহ থেকে নিজ খরচে উদ্যোগ নিয়ে তিনি  খামার গড়ে তুলেছেন নিজস্ব জায়গায়। শুরুতে নিজের বাড়িতে মাত্র ৮হাজার টাকা দিয়ে কোয়েল পাখি পালন করেছিলেন। এখন লাখ টাকার খামার গড়ে তুলেছেন তার বটেশ্বরের  ১৯শতক জমিতে। যে খামারের কোয়েল পাখি ও ডিম বিক্রি করে এখন তার দৈনিক আয় হয় ১০হাজার টাকার উর্ধ্বে।

আব্দুর রহমানের কর্ম উদ্যোগ এখানেই সীমিত নেই। তার মতো স্বাবলম্বী হতে ইচ্ছুক যুবকদের  পাশে থেকে অনুপ্রেরনা যুগিয়ে যাচ্ছেন ।  তাদেরকে কোয়েল পালনের নির্দেশণা দেওয়ার পাশাপাশি নিজ খামারের একেকটি পাখি ও প্রয়োজনীয় খাবার তুলে দিচ্ছেন ওই সব যুবকদের হাতে। যাতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজস্ব খামার গড়ে তুলতে পারে। তিনি ইতোমধ্যে সিলেট বিভাগের  সেরা পোল্ট্রি উদ্যোক্তার পুরস্কারও ছিনিয়ে এনেছেন।

 সরেজমিনে পরিদর্শনকালে, সিলেট নগরীর সোনার পাড়ার বাসিন্দা যুবক আব্দুর রহমান সিলেটেরকণ্ঠ২৪ডট কমকে বলেন, উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাড়ির সবাই প্রবাসে কিংবা চাকরির জন্য চাপ দিয়েছিলো। কিন্তু এই সবে আমার মন ছিলো না। আমার আগ্রহ ছিলো দেশে কোন কাজ করে নিজ পায়ে দাড়াঁনোর । তাই ২০১০ সালে  যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে আড়াই মাসের ট্রেনিং নিয়ে নিজ বাড়িতে ৩শ’ ২০টি কোয়েল পাখি দিয়ে প্রাণিজ আমিষের ব্যবসা শুরু করি। প্রথম পর্যায়ে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা জন্মাতে গিয়ে আর্থিকভাবে আমাকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। কিন্তু আমি হার মানিনি।

চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছেলে হিসেবে আমি পরিবারের  জমানো টাকা থেকে  লাখ খানেক টাকা ব্যয় করে বটেশ্বরে কোয়েল পাখির খামার গড়ে তুলি। এখন সিলেট বিভাগে কোয়েল পাখির একজন সফল খামার হিসেবে  ব্যবসায়ীরা আমার কাছ থেকে পাখি আর ডিম কিনতে উদগ্রীব। বর্তমানে আমার খামারের দৈনিক আয় হচ্ছে ১০হাজার টাকার উর্ধে। সম্প্রীতি  নগরীর শিবগঞ্জ বাজারে ‘সরকার কোয়েল’ নামে একটি দোকান করেছি। এতে করে  পোল্ট্রির ব্যবসায়ীরা সহজেই  পাখি ও ডিম সংগ্রহ করতে পারছেন।  বর্তমানে  আমার খামারে ৫জন যুবক কাজ করছে। পাশাপাশি তারা নিজেদেরও কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন।

আব্দুর রহমান বলেন, নিজের খামার পরিচালনার পাশাপাশি সমাজের বেকার যুবকদের  স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা যুগিয়ে তিনি আনন্দ পান। তিনি আরো বলেন, ২০১৪ সনে সারা দেশে ৮৬জনের মধ্যে  সেরা বিভাগীয় পোল্ট্রি উদ্যোক্তার  পুরস্কারও গ্রহন করেছি।  অনুসন্ধানকালে যুব উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্টরা জানায়, সিলেটের যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় নারী- পুরুষ সকলেরই অংশ গ্রহণের সুযোগ আছে । কিন্তু  কৃষি ও পোল্ট্রি শিল্পের প্রশিক্ষনে মহিলাদের অনাগ্রহের কারণে শুধু পুরুষরাই প্রশিক্ষণ নিচ্ছেন। সিলেটের ১৩টি উপজেলা থেকে প্রতি  ব্যাচে ১৮-৩৫বছরের  ৬০জন যুবককে ৩ মাসের প্রশিক্ষণ দেওয়া হয়।

তথ্যসূত্রঃ http://www.sylheterkantho24.com/news/details/SylheterKantho/28277

কোয়েল পালনে সাড়া ফেলেছে নারায়ঙ্গঞ্জের মেহেদি হাসান

আকারে ছোট্ট, অথচ গুণে ও মানে অনেক বড় পাখি কোয়েল। এর মাংশ ও ডিম অনেক পুষ্টিকর। আর এ ছোট্ট পাখি পুষেই আজ ভাগ্য বদল করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামের মেহেদী হাসান। এ পাখি অর্থের পাশাপাশি তাকে এনে দিচ্ছে খ্যাতি। তার দেখাদেখি এলাকার অনেক বেকার যুবক এখন ঝুঁকছেন এ পাখি পোষার দিকে। ২০১৪ সালের কথা। বেকার যুবক মেহেদী হাসান একদিন বাজার থেকে এক জোড়া কোয়েল পাখি কিনে আনেন। সেই পাখি ডিম দিলে তার উৎসাহ জাগে। এর পর গাজীপুরের কালীগঞ্জ এলাকার এক খামারির কাছ থেকে ৯ হাজার টাকা ৬০০ কোয়েল পাখি কিনে আনেন। ওই খামারির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলেন ছোট্ট একটি খামার। ছয় মাসেই তার অনেক লাভ হয়। এর পর খামারের আকার আরও বড় করার স্বপ্ন দেখেন তিনি। কিনে আনেন আরও ১ হাজার পাখি। আর পেছনে তাকাতে হয়নি তার। টানাটানির সংসারে হাল ধরতেই বছরের শেষ মাথায় এসে গড়ে তোলেন দুটি বড় খামার। প্রতিদিন তার খামারে ৬ হাজার ডিম সংগ্রহ হচ্ছে। খামারে রয়েছে ৮ হাজারের অধিক কোয়েল পাখি। বাচ্চা ফোটানোর জন্য কিনেছেন ৪টি ইনকিউভেটর মেশিন। প্রতিদিন ৬০০ বাচ্চা ফুটানো হচ্ছে। পরিবেশ রক্ষায় নিজ বাড়িতে বায়োগ্যাস প্লান নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে তার। শুধু কোয়েলের বিষ্টা দিয়ে তৈরি বায়োগ্যাস দিয়ে মিটানো হবে সংসারের চাহিদা। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

যুবক মেহেদী হাসান বলেন, এক সময় আমাদের সংসারে অনেক অভাব অনটন ছিল। আজ আমি কোয়েল পালনে স্বাবলম্বী। আমার খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার উপজেলা ছাড়াও গাজীপুরের বিভিন্ন অঞ্চলে বহু কোয়েল পাখি পালনের খামার গড়ে তোলা হয়েছে। এসব খাবারের আয় দিয়ে শতাধিক পরিবারের ভরণ-পোষণ হচ্ছে। তিনি বলেন, বেকার যুবকরা চাকরির পেছনে না ঘুরে অল্প কিছু টাকা দিয়ে কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হতে পারেন। ১ থেকে দেড় লাখ টাকা ব্যয় করে মাসে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা অনায়াসে রোজগার করা যায়। তিনি আরো জানান, একটি বাচ্চা পাখি বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়। ডিম ফোটাতে খরচ হয় ১ টাকা করে। প্রতিদিন প্রতিটি কোয়েল পাখি ডিম দেয় একটি করে। প্রতিটি ডিম বিক্রি হয় ২টাকায়। একটি পাখি ১৮ মাস ডিম দেয়। তার পর সেই পাখি মাংশ হিসেবে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করা হয়। কোয়েলের ডিমে অনেক প্রোটিন রয়েছে। এতে কোলেস্টেরলের মাত্রা খুবই কম, যা ছোট ছেলে-মেয়ে বা ডায়েবেটিক রোগীদের জন্য খুব উপকারী। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে যত প্রকার খাদ্য উপযোগী ডিম আছে তার মধ্যে কোয়েল পাখির ডিম গুনে মানে এবং পুষ্টিতে সর্বশ্রেষ্ট। আমাদের সমাজে ফার্মের মুরগীর ডিম বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে, যার মধ্যে প্রাণের কোনো স্পন্দন নেই। কারণ এইগুলি মোরগ ছাড়া ডিম। এর বাচ্চা হয় না। অপর পক্ষে কোয়েলের ডিম বাচ্চা উৎপাদন করতে সক্ষম, তাছাড়া পুষ্টিগুন ও অন্যান্য ডিম থেকে অনেক শ্রেয়। মানুষের বয়স ৪০ বছর পার হলেই ডাক্তারের নির্দেশ থাকে মুরগীর ডিম খাওয়ার ব্যাপারে সর্তক থাকুন। কারণ নিয়মিত মুরগীর ডিম খেলে কলোস্ট্ররেল বেড়ে হৃদ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বয়স্ক লোকদের এই অত্যন্ত পুষ্টিকর এবং অতীব সুস্বাদু খাদ্য ডিম খাওয়া থেকে বিরক্তিভাবে বিরত থাকতে হয়। অথচ কোয়েলের ডিম নিসংকোচে যে কোনো বয়সের মানুষ অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও খেতে পারে। এতে ক্ষতির কোনের কারণ নেই। বরং নিয়মিত কোয়েলের ডিম খেলে অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভ হতে পারে। বিভিন্ন দেশে কোয়েল পাখির ডিম নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সব জায়গা থেকে গবেষকরা কোয়েলের ডিম খাওয়ার পক্ষে মত দিয়েছেন।

তথ্যসূত্রঃ http://timesnarayanganj24.com/post.php?id=2348

টাঙ্গাইলের সখীপুরে কোয়েল পুষে শামীমের স্বপ্নপূরণ

‘কোয়েল কোয়েল ময়না, আর যে দেরি সয়না, -এ ছড়াটি ছোট বেলায় বইয়ে পড়েছিলাম। তখনই কোয়েল পাখি সম্পর্কে জেনেছিলাম। তখন মাঝে মাঝে ভাবতাম বড় হয়ে কোয়েল পাখি পুষব। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হয়নি। এই স্বপ্নের কথা জানালেও বাবা রাজি হননি। এক সময় অভিভাবকদের ইচ্ছায় অর্থ উপার্জনে পাড়ি জমাতে হয় বিদেশে। ছয় বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসি। অন্তরে কোয়েল পোষার স্বপ্নতো পুষেই রেখেছিলাম’ -এ কথাগুলো বলছিলেন আত্মপ্রত্যয়ী যুবক শামীম আল মামুন। এলাকায় কোয়েল শামীম নামেই পরিচিত। বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে। বাবার নাম আবদুল মোতালেব।
শামীম আরও বলেন, সখীপুর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বগুড়ায় কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায়। ছুটে যাই সেখানে। ২০ হাজার টাকা দিয়ে ৫শ’ বাচ্চা কিনে যাত্রা শুরু করি কোয়েল পোষার। বই পড়ে, প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতা ও বাচ্চা বিক্রেতাদের কাছে নিয়ম জেনে প্রথমে নিজেই কোয়েলের যতœ নিতে থাকি। ধীরে ধীরে তাদের সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। ব্যস্ততার মাঝে খুঁজে পাই এক প্রকার বিনোদন। সেখান থেকে প্রতি মাসে আয়ের অংশ খুঁজে পাওয়ায় উৎসাহ আরও বেড়ে যায়। বাড়াতে থাকি কোয়েলের সংখ্যা। বেড়ে যায় কাজের পরিধি। এখন খামারে তিনজনকে মাসিক বেতনে নিয়োগ দিয়েছি।
২০১২ সালে বাড়ির পাশে ২০ শতাংশ জমির ওপর ৫শ’ কোয়েলের বাচ্চা নিয়ে শামীম গড়ে তোলেন শখের সেই কোয়েল পাখির খামার। বর্তমানে তার খামারে কোয়েল পাখির সংখ্যা ১২ হাজার। এর মধ্যে লেয়ার পাখি সাত হাজার। প্রতিমাসে পাঁচ হাজার কোয়েল নিয়মিত ডিম দিচ্ছে। ওইসব ডিম ও ব্রয়লার ঢাকা ও গাজীপুরসহ দেশের ৮-১০টি স্থানে সরবরাহ করছেন। এখন তার মাসিক আয় লাখ টাকার ওপরে। এছাড়াও তৈরি করা হয়েছে একটি কোয়েল পাখির হ্যাচারী। কিছু দিনের মধ্যেই শুরু হবে হ্যাচারির কাজ।
শামীম আরও জানান, তাকে দেখে ইতিমধ্যে সখীপুরে আরও পাঁচ-ছয়জন ব্যবসায়ী খামার করে কোয়েল পোষা শুরু করেছেন। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে খামার দেখার জন্য আসা লোকজন জানতে চান কোয়েল চাষের কলাকৌশল।
স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, কোয়েল পরিবেশ বান্ধব। লেয়ার জাতের কোয়েল ৪২-৪৫ দিনের মধ্যেই ডিম দেয়া শুরু করে ও টানা ১৮ মাস ডিম দেয়। অপরদিকে ব্রয়লার জাতের কোয়েল ২৮ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়। একটি কোয়েল বছরে সাধারণত ২৮০ থেকে ৩শ’টি ডিম দিয়ে থাকে।
সখীপুর বাজারের ডিম ব্যবসায়ী ফজলুল হক জানান, তিনি বাজারে সিদ্ধ ডিম বিক্রি করেন। মুরগীর চেয়ে কোয়েলের ডিমে বেশি লাভ হয়। স্থানীয় বাজারে কোয়েলের সিদ্ধ ডিমের চাহিদা বেশি।
সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হেলাল আহম্মেদ বলেন, কোয়েল পালন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা। এর মাংস, ডিম খুবই সুস্বাদু ও পুষ্টিকর। রোগীর পথ্য। কোয়েলের ডিম ও মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় তা স্বাস্থ্যবান্ধব। এছাড়া কোয়েল পালনে কোনো ঝুঁকি নেই। মুরগীর ভ্যাকসিন দিয়েই এর চিকিৎসা হয়।
তিনি আরো বলেন, কোয়েল পুষে যে লাভবান হওয়া যায় শামীম তাঁর প্রকৃত উদাহরণ।–বাসস

নরসিংদীতে কোয়েল পাখির খামারে পল্লী চিকিৎসক দিদার আলমের ভাগ্য বদ

কোয়েল পাখির খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন নরসিংদীর এক পল্লী চিকিৎসক। মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে কোয়েল পাখি পালন করে ১২ বছরের ব্যবধানে তিনি এখন কোটিপতি। তার এ সফলতা দেখে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছেন এলাকার আরো অনেক মানুষ। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় কোয়েল পাখি পালনে আগ্রহী হয়ে উঠেছেন তারা।

নরসিংদীর পলাশ উপজেলার পলাশেরচর গ্রামের পল্লী চিকিৎসক দিদার আলম। ২০০২ সালে শখের বশে তার স্কুলপড়–য়া ছেলে (হৃদয়) খাঁচায় একজোড়া কোয়েল পাখি পালন শুরু করে। দুটো পাখির প্রতিদিনের ডিম দেখে কোয়েল পাখি পালনের ইচ্ছা জাগে দিদার আলমের। সেই ইচ্ছা থেকেই তিনি নরসিংদী সদর উপজেলার

কাঠালিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃ এবায়েদ হোসেনের কাছে থেকে ৬শ’ কোয়েল পাখির বাঁচ্চা ক্রয় করে ২০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে গড়ে তোলেন কোয়েল পাখির খামার। এই খামার থেকে প্রতিদিন পাওয়া ডিম স্থানীয় বেকার যুবকদের দিয়ে বিক্রি শুরু করেন নিজ এলাকায়। কোয়েল পাখির ডিমের ব্যাপক চাহিদা থাকায় প্রথম বছরেই ব্যাপক লাভবান হন তিনি। এরপর আর পিছন ফিরে না তাকিয়ে প্রতি বছরই খামারের পরিধি বৃদ্ধি করতে থাকেন দিদার আলম। বর্তমানে তার খামারে রয়েছে ২০ হাজার কোয়েল পাখি। প্রতিদিন পাওয়া যাচ্ছে কয়েক হাজার ডিম। এসব ডিম থেকে চারটি নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন ২০ হাজারের অধিক বাচ্চা। শুধুমাত্র কোয়েল পাখির বাচ্চা ও ডিম বিক্রি করেই কোটিপাতি হয়েছেন তিনি, গড়েছেন তিনতলা বাড়ী।

খামার মালিক দিদার আলম বলেন, অল্প পুজি, কম ঝুকি, কম সময় এবং খুব অল্পস্থানেই এই পাখি পালন করা যায়। যেমন এক বর্গফুট জায়গায় ১টি মুরগি পালন করে আর কোয়েল পাখি পালন করা যায় ৬টি। ঠান্ডা ছাড়া তেমন কোন রোগ বালাই কোয়েল পাখির বেলা দেখা যায় না।

তিনি জানান, একটি পাখি দৈনিক মাত্র ১ টাকা ২০ পয়সার খাবার খায় আর ১টি ডিম বিক্রি হয় ২ টাকা। এভাবে কোন পরিবার যদি মাত্র ২ হাজার কোয়েল পাখি পালন করে তাহলে সকল খরচ বাদ দিয়ে ১২ থেকে ১৪ শত টাকা আয় করা সম্ভব।

দিদার জানান, আমি এই ১২ বৎসরে কোয়েল পাখির খামার দিয়ে কোটি টাকা ব্যয় করে একটি তিন তলা একটি বাড়ি নির্মাণ করেছি। যার ছাদেই রয়েছে আমার এই পাখির খামারটি। আজ আমার একটি খামারেই রয়েছে ১০ হাজারের মতো পাখি। পাশের গ্রামের আরেকটি খামারেও রয়েছে আরো ১০ হাজার পাখি। আমার বাড়ির খামার থেকে এখন দৈনিক ৮ থেকে ৯ হাজার ডিম পেয়ে থাকি। যা প্রতিদিনই ২০ থেকে ২৫ জন হকার আমার বাড়ি থেকে ডিম নিয়ে সিদ্ধ করে হাটে-বাজারে বিক্রি করেন। অপর খামারের ডিম দিয়ে আমি বাঁচ্চা ফুটাই। আমাদের উৎপাদিত কোয়েল পাখির বাঁচ্চা ৮ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। এছাড়া একটি বাঁচ্চা ২ মাস বয়স থেকে ডিম দেয়া শুরু করে একাধারে ডিম দেয় ১৮ মাস পর্যন্ত। এরপর থেকে পাখির বয়স হয়ে গেলে ডিমের পরিমাণ কমতে থাকলে প্রতিটি পাখি পাইকারী ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ৩০ থেকে ৩৫ টাকা হিসেবে বিক্রি করে থাকি। আর আমার কাছ থেকে বাঁচ্চা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০/৮০টি খামার গড়ে উঠেছে।

সরেজমিনে দিদার আলমের বাড়ি গিয়ে দেখা গেছে, খামারের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকেন তার সহধর্মিনী আনোয়ারা খানম ডলি। তার পাশাপাশি খামারের কাজের জন্য আরো প্রায় ৫/৭ জন লোক রয়েছে যাদেরকে ডলিই নিয়ন্ত্রন করে থাকেন।

ডলি জানান, দিদার আলম দেশের বিভিন্ন স্থানের লোকজনের সাথে যোগাযোগের কাজ করেন আর সে নিজেই লোকজন নিয়ে বাড়ির খামারটি পরিচালনা করেন।

স্বামীর কোয়েল পাখির খামারের সফলতা দেখে খুশি দিদারের স্ত্রী ডলি বেগমও। খামারের যাবতীয় দেখাশোনার বেশিরভাগ-ই করেন তিনি। খামারের বর্জ্য যাতে এলাকার পরিবেশ নষ্ট না হয় তা থেকে তৈরি করা হয়েছে বায়োগ্যাস। এতে একদিকে যেমন রোধ হয়েছে পরিবেশ দুষণ, পাশাপাশি এই গ্যাসে চলে রান্না-বান্নার কাজ আর সে জন্য গ্রামীণ শক্তির সহায়তায় বায়োগ্যাসের তৈরী করে এই গ্যাসে চলাচ্ছেন বাসার রান্নার কাজ। যার ফলে পরিবেশ অধিদপ্তর থেকে একাদিক পুরস্কার লাভ করেন দিদার আলম।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাণী সম্পদ মেলায় একাদিক পুরস্কার লাভ করে এই কোয়েল পালন প্রকল্পটি।

দিদার আলমের স্ত্রী আনোয়ারা খানম ডলি জানান, আমাদের এই সফলতা এখন স্বপ্ন দেখাচ্ছে এলাকার বেকার মানুষকে। অল্প জায়গা ও পুজিতে লাভ বেশি হওয়ায় কোয়েল পাখির খামার গড়তে আগ্রহী হয়ে উঠেছেন অন্যরাও। তাদের খামারে উৎপাদিত বাচ্চা সংগ্রহ করে অনেকে গড়ে তোলছেন নতুন নতুন খামার।

দিদার আলমের কাছ থেকে বাঁচ্চা নিয়ে তৈরী আরেকটি খামারের মালিক লোকনাথ বলেন, আমরা দেখেছি দিদার এই কোয়েল পাখির খামার করে ব্যাপক উন্নতি করেছে, তাই আমিও চিন্তা করেছি আমার এক ছেলে নরসিংদী সরকারী কলেজে বি,এ লেখাপড়া করছে। সে যেন কোন চাকুরী বা বিদেশে যাওয়ার চিন্তা না করে। তাই এই কোয়েল পালনে তাকে নিযুক্ত করে দেব বলে এই খামার তৈরী করেছি। আর এই কোয়েল পালন করে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের বেকার সমস্যা দূর করা সম্ভব। যার উজ্জল প্রমাণ এই ডাক্তার দিদার আলম।

এ ব্যাপারে পলাশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস বলেন, দিদার কোয়েল পাখির খামারটি এলাকায় উদাহরণ হয়ে দাড়িয়েছে। যাকে দেখে এখন এলাকায় কোয়েল পালনের ব্যাপক সাড়া পরেছে। আমরা খামারটি নিয়মিত পরিচালনা করে থাকি। দিদারের এ কোয়েল পাখির খামার দেখে আমরা

অত্যান্ত মুগ্ধ। তার এই কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ভাবে পুরস্কার পাওয়ায় যোগ্য। আমরাও সেই দিনের প্রত্যাশায় আছি।

তথ্যসূত্রঃ ফেসবুক

সফল কোয়েল খামারি মানিকগঞ্জের সুজন

অনেকটা শখের বশেই বাড়িতে কোয়েল পালন শুরু করেন সুজন সরকার (৩৮)। ছয় মাস না যেতেই তিনি দেখেন লাভের মুখ। এরপর বাড়িতেই গড়ে তোলেন কোয়েলের খামার। এখন কোয়েলের ডিম বিক্রি করে বেশ লাভবান তিনি। 
সুজন সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের বাসিন্দা। এখন তাঁর খামারে প্রায় চার হাজার কোয়েল পাখি রয়েছে। লেয়ার মুরগির খামারও রয়েছে তাঁর। 
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কম পুঁজি নিয়ে কোয়েলের খামার তৈরি করা যায়। কোয়েলের আকার ছোট বলে এদের লালনপালনের জন্য জায়গাও কম লাগে। একটি মুরগি পালনের স্থানে মোটামুটিভাবে ১০ থেকে ১২টি কোয়েল পালন করা যায়। বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য উপযোগী। রোগব্যাধির দিকে থেকে কোয়েলের খামার খুবই লাভজনক বিনিয়োগ। কারণ কোয়েলের রোগব্যাধি প্রায় হয় না বললেই চলে। সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহ বয়সেই একটি কোয়েল ডিম দিতে শুরু করে এবং বছরে সাধারণত ২৮০ থেকে ৩০০টি ডিম দিয়ে থাকে। 
১০ ফেব্রুয়ারি সুজনের কোয়েলের খামারে গিয়ে দেখা যায়, বাড়ির পাশে টিনশেডের তৈরি খামারে সুজন কোয়েলের যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন। এ সময় সুজন বলেন, তিন বছর আগের কথা। একদিন মানিকগঞ্জ শহরের একটি বাজারে মুরগির ডিম বিক্রির করতে যান। দেখতে পান, ক্রেতারা ওই বাজার থেকে কোয়েলের ডিম কিনছেন। মুরগির চেয়ে কোয়েলের ডিমের চাহিদাও কম নয়। বিষয়টি বুঝতে পেরে কোয়েল পালনের আগ্রহ জন্মে তাঁর। সিদ্ধান্ত নিলেন কোয়েল পালনের। কিন্তু কীভাবে শুরু করবেন, কোথায় কোয়েলের বাচ্চা পাবেন, তা নিয়ে ভাবতে থাকেন। এর এক সপ্তাহ পর বাজারের ওই ডিম বিক্রেতার কাছে খোঁজ পান কোথায় কোয়েলের বাচ্চা পাওয়া যায়। পরে প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করেন কোয়েলের পালন। শুরুতেই ২১ হাজার টাকায় যশোর থেকে ৪ সপ্তাহের ৫০০ কোয়েলের বাচ্চা কিনে আনেন। প্রথমে পরিবারের সদস্যরা এতে নিষেধ করেছিলেন। তবে কোয়েলের ডিমের চাহিদার বিষয়টি তাঁদের আগ্রহ জোগায়। এ ছাড়া কোয়েল পালনের শখও ছিল সুজনের। এই দুই কারণে বাড়িতেই কোয়েল পালন শুরু করেন। চার সপ্তাহ পালনের পর সেগুলো ডিম দিতে শুরু করে। এর বছরখানেক পর বাড়ির পাশে কোয়েলের খামার করেন। বর্তমানে খামারে কোয়েল পাখির সংখ্যা প্রায় ৪ হাজার, যার সবই এখন নিয়মিত ডিম দিচ্ছে। এসব ডিম তিনি মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। প্রতিটি ডিম ১ টাকা ৭০ পয়সা দরে বিক্রি করছেন। এ থেকে খরচ বাদে প্রতিদিনত×তাঁর ৩ হাজার টাকা আয় হচ্ছে। তাঁর দেখাদেখি আরও দুই যুবক কোয়েলের খামার করেছেন। 
স্থানীয় গড়পাড়া বহুমূখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক চান মিয়া বলেন, দিন দিন কোয়েলের ডিম ও মাংসের চাহিদা বাড়ছে। সুজনের মতো কোয়েলের খামার করে বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারেন। 
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অল্প পুঁজি ও স্বল্প পরিসরে কোয়েল পালন করা যায়। এর মাংস, ডিম সুস্বাদু ও পুষ্টিকর। এ কারণে দিন দিন কোয়েল পালনে অনেকে আগ্রহী হচ্ছেন।

তথ্যসূত্রঃ http://www.prothom-alo.com

ঢাকায় কোয়েলের পাইকারি বাজারের ঠিকানা ও নাম্বার

দোকাননামদোকান নংফোন
নিউ কৃষিকা পোল্ট্রি ফিড ও চিকসমোঃ জাহাঙ্গীর১০ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট০১৭৩২৭৯৪৩৯৬
আল-আমীণ বারীয়া পোল্ট্রি ফিডআবুল কালাম৪৪ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট০১৭৬৫৫৪১৬৭৩ ০১৭১৮৫০২৬৭৪
সাদিয়া পোল্ট্রিমোঃ টিপু সুলতান০৩ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট০১৯১৪৭২৮৫৪৪ ০১৭১৮৬৪৭৭৮৬
শরিয়তপুর পোল্ট্রিমোঃ সহিদুল ইসলাম০২ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট০১৭৩১৩০৮৯৮৪ ০১৯৫০৫০৭৭৪১
মায়ের দোয়া পোল্ট্রি ফিড এন্ড চিকসমোঃ মনজুর আলম১১ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট01936748673 01760884905
ফজলু পোল্ট্রি ফিড এন্ড চিকসনূর আলম১৯ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট০১৯৫৩৭০৪৩৭৪
বিসমিল্লাহ এন্ড সিনথিয়া পোল্ট্রি মিডিয়া ২৬ নং,নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট০১৯৭৩১৬৮০৬০
    

এখানে উল্লেখিত দোকানে গরমের সময় পাখি ও ডিমের দাম অনেক কম থাকে।তাই এসময় নিজের এলাকায় বাজারজাত করার চেষ্টা করুন।তা না হলে লাভ তো দূরে থাক,লসের সম্ভাবনা বেশি।

কোয়েলের খাঁচা ক্রয়ের ঠিকানা

কোয়েলের খাঁচা  তৈরি করার জন্য আপনি আপনার নিকটস্থ বাজারের ওয়ার্কসপ টাইপের ইঞ্জিনিয়ারিং দোকানে যোগাযোগ করবেন,যারা বিভিন্ন ধরনের স্টিলের দরজা জানালা বা গ্রিল তৈরি করে।তাদের কাছে ইন্টারনেট থেকে কোয়েলের একটা খাঁচার ছবি নিয়ে স্যাম্পল দেখিয়ে দিলে আপনাকে খাঁচা বানিয়ে দিতে পারবে।আর দোকানদারের যদি এই খাঁচা তৈরির পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে তো আর কথাই নেই। আর যারা ঢাকায় আছেন তারা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

উন্নতমানের আধুনিক ইনকিউবেটর প্রাপ্তিস্থান

কোয়েলের ডিমের ট্রে প্রাপ্তিস্থান

নামমালিকস্থানমোবাইল
Ss Quail Farm & HatcheryIbrahim khanDhaka01558080182
Farm Life.Masud RanaDhaka01775545534
Quail Egg CageMithu Rahman MithuDhaka/Gazipur01914711111
    

(উল্লেখিত নাম্বার সমূহ সংগৃহীততাই নিজ দায়িত্বে লেনদেন করুন)

কোয়েলের ডিমসহ ট্রে

এছাড়া ঢাকার যে সকল পাইকারি দোকানের নাম্বার ও ঠিকা দেয়া হয়েছে সেখান থেকে ও আপনি এই কোয়েলের ডিমের ট্রে সংগ্রহ করতে পারবেন।

খামারে মশার উপদ্রব কমানোর উপায়

রোগ জীবাণু ছাড়ানোর ক্ষেত্রে মশার ভূমিকা অন্যতম।মশার কামড়ে শুধু মানুষেরই না;পাখির দেহেও রোগ ছড়ায়।অসুস্থ পাখি থেকে সস্থ পাখিতে রোগ ছড়ায় এই মশার কামড়ে।তাই খামারে মশার উপদ্রব কমানো জরুরী।

তাছাড়া বাসা বা ঘরের তুলনায় খামারে মশা বেশি দেখা যায় এবং খামারটি বসতবাড়ির পাশে হলে ঘরেও মশার পরিমাণ বেড়ে যায়।এতে আপনার পরিবারের সদস্যদের ও মশাবাহিত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

চলুন,খামারে মশা তাড়ানোর কিছু উপায় জেনে নিই-

লেবু ও লবঙ্গের ব্যবহারঃ

একটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেক গুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরা গুলো একটি প্লেটে করে খামারের কোণায় রেখে দিন।ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে খামারকে মুক্ত রাখতে পারবেন।এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে খাঁচার সাথে ঝুলিয়ে রাখতে পারেন। এতে করে মশা খাঁচায় ও ঢুকবে না।

কর্পূরের ব্যবহারঃ

মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি দোকান থেকে কর্পূর কিনে নিতে পারেন। ৫০ গ্রাম কর্পূর ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন।এরপর এটি খামারের এককোণে রেখে দিন।তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুই দিন পর পানি পরিবর্তন করে নিন।আগের পানিটুকু ফেলে দিবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

রসুনের রসের স্প্রেঃ

রসুনের রসের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকারী প্রাকৃতিক উপায়। ৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে খামারের ভিতরে বা খাঁচায় স্প্রে করুন।মশা দূর হয়ে যাবে।

পুদিনার ব্যবহারঃ
তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা। শুধু মশাই নয়; পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো খামারে ছড়িয়ে দিন। দেখবেন খামারের সব মশা পালিয়েছে।

খামারের দূর্গন্ধ দূর করার উপায়

কোয়েল পাখির খামারে সাধারণত একটু গন্ধ হয়ে থাক। কিন্তু ভয়ের কোনো কারণ নেই।আপনি যদি নিয়মিত খামারের মলমূত্র পরিষ্কার করেন তবে গন্ধ থাকবে না।

আমার থাকার ঘর আর আমার খামার একেবারে পাশেই।কিন্তু পরিষ্কার রাখার কারনে কোনো গন্ধই আসে না।

তবে খাঁচায় কোয়েল পালন করলে গন্ধ একটু বেশি হয়ে থাকে।

চলুন খামারের বা খাঁচার গন্ধ দূর করার উপায় জেনে নিই-

এয়ার ক্লিনারঃ

খামারে বা খাঁচায় এয়ার ক্লিনার ব্যবহার করুন।ফার্মেসিতে অনেক রকম এয়ার ক্লিনার পাওয়া যায়।এগুলা কিনে খামারের ভিতরে বা খাঁচার সাথে লাগিয়ে দিন।গন্ধ দূর হবে।

এক্ষেত্রে আপনারা “এম এন্ড এ এয়ার ক্লিনার ব্যবহার করতে পারেন।এটা ৪ মাস পর্যন্ত কার্যকর থাকে।

এটা পাবেন গুলিস্থান বা কাপ্তানবাজারে।

ফোনঃ 01935742412 অথবা 01686200400

দামঃ  ১২০ টাকা মাত্র।

এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হোন

খামারের প্রাণীতে এন্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার ও অপব্যবহারের কারনে আজ অধিকাংশ এন্টিবায়োটিক আর কাজ করছে না।জীবাণুগুলা হয়ে যাচ্ছে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এন্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া। যা খুবই ক্ষতিকর। এই ক্ষেত্রে প্রাণীকে ঔষধ খাওয়ালেও ভালো ফল পাওয়া যায় না, কারন জীবাণুর বিপক্ষে এন্টিবায়োটিক আর কাজ করতে পারেনা।

কারণে-অকারণে,বিনা কারণে ইচ্ছামত না জেনে-শুনে এন্টিবায়োটিক ব্যবহারের কারনেই এই সমস্যা দেখা দিয়েছে।

শুধু প্রাণীতেই নয়;আমাদের মানুষের ক্ষেত্রে ও এই একই সমস্যা।সামান্য সর্দি-কাশিতে আমরা এন্টিবায়োটিক ব্যবহার করি।এটা ঠিক নয়।

কিভাবে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়?

ধরুন পাখি অসুস্থ হওয়ার কারণে আপনি এন্টিবায়োটিক দিলেন।কিন্তু ১ বা ২ দিন খাওয়ানোর পরে পাখি সুস্থ হয়ে গেল আর আপনি এন্টিবায়োটিক বন্ধ করে দিলেন।আর তখনই ঘটল বিপত্তি।

ধরুন পাখির শরীরে যে পরিমাণ জীবাণু ছিল সেগুলা মেরে ফেলতে যে পরিমাণ এন্টিবায়োটিক দরকার ছিল তা ৫ বা ৭ দিনের নির্দিষ্ট ডোজ লাগবে।কিন্তু একদিন বা দুই দিন দেয়ার পরে পাখি যখন সুস্থ হলতখন আপনি এন্টিবায়োটিক দেয়া বন্ধ করায় শরীরে যে পরিমাণ জীবাণু ছিল তা সম্পুর্ণ ধ্বংস হল না।কিছু জীবাণু শরীরে থেকে গেল।তখন এই জীবানূ গুলোর এমন একটা ক্ষমতা আছে যার কারনে সে ব্যবহৃত ওই এন্টিবায়োটিকের বিপরীতে একটা কোড তৈরি করে ফেলে।যার কারনে ওই এন্টিবায়োটিক আর কখনো তার শরীরে কাজ করবে না।এভাবে অধিকাংশ এন্টিবায়োটিক আর কাজ করে না।ফলে পাখি অসুস্থ হলেও এন্টিবায়োটিক দিলেও তা কাজ না করায় প্রাণিকুল আজ হুমকির মুখে।শুধু প্রাণি নয় আমাদের মানুষের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে।

এজন্য নিজের ইচ্ছামত এন্টিবায়োটিক ব্যবহার না করে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ব্যবহার করুন।

কোয়েল পালন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কোয়েল কত দিনে ডিম দেয়?

উত্তরঃ কোয়েল পাখি সাধারনত ৪৫ দিন বয়স থেকে ডিম দিতে শুরু করে।তবে বাস্তবে প্রায় ৫৫-৬০ দিন সময় লেগে যায়।

প্রশ্নঃ কোয়েল পাখি দিনে কত গুলা ডিম দেয়? (যদিও হাস্যকর তবুও অনেকেই এই প্রশ্ন করেছেন)

উত্তরঃ কোয়েল দিনে মাত্র একটি ডিম দেয়।

প্রশ্নঃ কোয়েল বছরে কত গুলা ডিম দেয়?

উত্তরঃ ভালমানের কোয়েল বছরে ২৮০ থেকে ৩০০ ডিম দেয়।

প্রশ্নঃ কোয়েল কি পুরুষ ছাড়া ডিম পাড়ে?

উত্তরঃ হ্যা। কোয়েল পুরুষ ছাড়াই ডিম পাড়ে।তবে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না।

প্রশ্নঃ বাচ্চা ফুটাতে চাইলে কয়টি পুরুষের সাথে কয়টি মহিলা কোয়েল রাখতে হয়?

উত্তরঃ ৩ টি মহিলা কোয়েলের জন্য ১ টি পুরুষ কোয়েল রাখতে হয়।

প্রশ্নঃ কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটতে কত দিন সময় লাগে?

উত্তরঃ মাত্র ১৭ দিন সময় লাগে।

প্রশ্নঃ কোয়েল কি নিজের ডিম নিজে ফুটায়?

উত্তরঃ না। বানিজ্যিক কোয়েল নিজেরা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায় না।

প্রশ্নঃ কোয়েল কত দিন একটানা ডিম দেয়?

উত্তরঃ কোয়েল সাধারনত দেড় বছর পর্যন্ত ডিম দেয়।তবে বানিজ্যিকভাবে লাভজনক ভাবে ১২ মাস খামারে রাখা যায়।এরপরে ও ডিম দেয় কিন্তু ডিম দেয়ার হার অনেক কমে যায়,যা লাভজনক না।

প্রশ্নঃ কোয়েল কত পারসেন্ট ডিম দেয়?

উত্তরঃ ভাল ব্যবস্থাপনায় কোয়েল ৮০-৮৫ পারসেন্ট পর্যন্ত ডিম দেয়।

প্রশ্নঃ কোয়েল কি ধান,চাল,খুদ খায়?

উত্তরঃ হ্যা। খায় তবে ডিম দিবে না।ডিম পেতে হলে অবশ্যই সুষম খাবার দিতে হবে।

প্রশ্নঃ একদিন বয়সী কোয়েল কে কি খাবা্র দিব?

উত্তরঃ প্রথম গ্লুকোজ বা লাইসোভিট মিশ্রিত পানি।এরপরে ব্রয়লার স্টার্টার ফিড গুড়া করে পেপারের উপরে ছিটিয়ে দিতে হবে।

প্রশ্নঃ কোয়েলের মাংস কি খাওয়া যায়?

উত্তরঃ অবশ্যই। কোয়েলের মাংস খুবই সুস্বাদু ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ।

প্রশ্নঃ কোয়েলের রোগ বালাই কেমন হয়?

উত্তরঃ ভাল ব্যবস্থাপনায় কোয়েলের রোগ-বালাই হয়ই না।তবে মাঝে মাঝে যে রোগ গুলা দেয়া যায় তার বর্ননা বইতে দেয়া হয়েছে।

প্রশ্নঃ কোয়েলের ডিম বিক্রি করব কোথায়?

উত্তরঃ এ বিষয়ে বইয়ের ভেতরে বলা হয়েছে।

প্রশ্নঃ কোয়েল পালন কি লাভজনক?

উত্তরঃ সঠিক ব্যবস্থাপনায় সঠিকভাবে মার্কেটিং করতে পারলে অন্য যেকোনো পোল্ট্রীর তুলনায় কোয়েল পালন লাভজনক।

 খামার বিষয়ে নানারকম পরামর্শ পেতে ভিজিট করুনঃ

www.youtube.com/DrSrabonHasanSajal

আমাদের খুজুন ফেসবুকেঃ

www.facebook.com/vetshopbd

ওয়েবসাইটঃ

www.sonalikrishi.com

error: Content is protected !! Don\'t try to copy!!!